USA

ক্যালিফোর্নিয়া উপকূলে আঘাত হেনেছে ‘হিলারি’, হয়েছে ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী মৌসুমি ঝড় হিলারি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে গতকাল রোববার আঘাত হেনেছে শক্তিশালী মৌসুমি ঝড় ‘হিলারি’। এর আগে ঝড়টি মেক্সিকো অতিক্রম করে। হিলারির কারণে বড় ধরনের হড়পা বান হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

হিলারির আঘাত হানার আগমুহূর্তে ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পও অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।

গত ৮৪ বছরের মধ্যে ক্যালিফোর্নিয়ায় আঘাত হানা প্রথম মৌসুমি ঝড় বলা হচ্ছে হিলারিকে। আবহাওয়াবিদেরা একে টাইফুন বা ঘূর্ণিঝড় বলতে নারাজ। এই মৌসুমি ঝড়ের আঘাতে ‘প্রাণঘাতী’ বন্যা হতে পারে বলে সতর্ক করেছেন তাঁরা।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস বিদ্যামান অবস্থাকে ‘নজিরবিহীন আবহাওয়া’ বলে মন্তব্য করেছেন। শহরটিতে গত ২৪ ঘণ্টায় ১৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ক্যালিফোর্নিয়ায় বন্যার পাশাপাশি ভূমিধসেরও সতর্কতা জারি রয়েছে।

মেয়র কারেন বাস বলেন, ‘জনগণের উদ্দেশে আমাদের স্পষ্ট বার্তা-নিরাপদ থাকুন, বাড়িতে থাকুন, সচেতন থাকুন।’ তিনি আরও বলেন, দাবানল হোক কিংবা ভূমিকম্প, লস অ্যাঞ্জেলেসের দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা রয়েছে। মৌসুমি ঝড় হিলারির আঘাতের সময় জরুরি পরিষেবা চালু রাখার জন্য কর্মকর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এর আগে মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে ঘণ্টায় ১১৯ কিলোমিটার গতিবেগে আঘাত হানে হিলারি। ঝড়ে সেখানে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এক্স বার্তায় (সাবেক টুইটার) বলেন, মৌসুমি ঝড় হিলারি খুব বেশি ক্ষতি করতে পারেনি।

এদিকে মৌসুমি ঝড় হিলারি আঘাত হানার আগে ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল ক্যালিয়োর্নিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমি থেকে ৪ দশমিক ৮ কিলোমিটার (তিন মাইল) গভীরে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সুনামির আশঙ্কাও নেই।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button