মণিপুরে মর্গে পড়ে আছে ৯৬ মরদেহ
ভারতের মণিপুর রাজ্যে হাসপাতালের মর্গে বেওয়ারিশ ৯৬ জনের মরদেহ পড়ে আছে। চলতি বছরের ৩ মে থেকে চলা সহিংসতার ব্যাপারে রাজ্য সরকারের প্রকাশ করা পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। রাজ্য সরকার জানিয়েছে, গত চার মাসের সহিংসতায় এখন পর্যন্ত ১৭৫ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে এক হাজার ১১৮ জন। এখন পর্যন্ত ৩৩ জন নিখোঁজ রয়েছে। মানবাধিকার কর্মীদের দাবি, প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি।
পুলিশ জানিয়েছে, মণিপুরে অন্তত পাঁচ হাজার ১৭২ স্থানে আগুন লাগানোর ঘটনার অভিযোগ রয়েছে। আগুন দেওয়া স্থানগুলোর মধ্যে চার হাজার ৭৮৬টি বাড়ি। ধর্মীয় স্থানেও অগ্নি সংযোগ করা হয়েছে।
আগুনে পুড়েছে ২৫৪টি গির্জা এবং ১৩২টি মন্দির। পুলিশের হিসাবে, সরকারি অস্ত্রাগার থেকে পাঁচ হাজার ৬৬৮টি অস্ত্র লুট হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক হাজার ৩২৯টি অস্ত্র পরে উদ্ধার করেছে। এছাড়া মণিপরের বিভিন্ন স্থান থেকে আরো ১৫ হাজার ৫০টি গোলাবারুদ এবং অন্তত ৪০০টি বোমা উদ্ধার করা হয়েছে।
অন্তত ৩৬০টি অবৈধ বাঙ্কার ধ্বংস করা হয়েছে। মেইতেই এবং কুকিদের মধ্যে সংঘর্ষ এড়াতে তাদের এলাকাগুলোর সীমানায় ব্যারিকেড দিতে শুরু করেছে প্রশাসন। এরই মধ্যে ইম্ফল থেকে চুরাচাঁদপুর যাওয়ার রাস্তা বরাবর প্রায় এক কিলোমিটার জায়গায় ব্যারিকেড দেওয়া হয়েছে।