অ্যামাজনকে বাঁচাতে
স্যাটেলাইট ব্যবহারের মেয়াদ বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে নাসা
অ্যামাজন রেইনফরেস্টকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা আইএনপিইকে স্যাটেলাইট ব্যবহারের মেয়াদ বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে নাসা। আইএনপিই সফরকালে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার শীর্ষ কর্মকর্তা বিল নেলসন এ প্রস্তাব দেন। রেইনফরেস্টের গভীর আচ্ছাদনের তলায় কী হচ্ছে, আগামী জানুয়ারিতে নাসার নতুন একটি স্যাটেলাইট তার ছবিও তুলতে পারবে। এনআইএসএআর নামের এই স্যাটেলাইটটি ভারতের সঙ্গে মিলে উৎক্ষেপ করা হবে।
সাও হোসে ডস কাম্পোসে অনুষ্ঠিত আইএনপিইর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঘন জঙ্গলের ভেতরে কেউ ঝোপঝাড়ে আগুন লাগালে সেই অগ্নিকাণ্ড বড় গাছকেও গ্রাস করে বড় আকারে ছড়িয়ে যেতে পারে। জঙ্গলের আচ্ছাদনের ভেতরে কারও ছোট ঝোপঝাড়ে লাগানো অগ্নিসংযোগ ও শনাক্ত করতে পারবে স্যাটেলাইটটি। কৃষি এবং পরিবেশগত পর্যবেক্ষণে চীনের সঙ্গে অংশীদার হিসেবে ১৯৯৯ থেকে বেশ কিছু সাটেলাইট উৎক্ষেপণ করেছে আইএনপিই।
অ্যামাজনকে পর্যবেক্ষণে স্যাটেলাইটের ওপর নির্ভরশীল ব্রাজিল। কিন্তু মেঘের কারণে স্পষ্ট এবং সময়মতো ছবি পাওয়া যায় না। আগামী বছরের শুরুর দিকে নাসার যে স্যাটেলাইটটিকে কক্ষপথে পাঠানোর পরিকল্পনা রয়েছে, সেটি রেইনফরেস্টের ভেতরে কি হচ্ছে তা বুঝার চূড়ান্ত সুযোগ দেবে।