International

আইসল্যান্ডে অগ্ন্যুৎপাত : উপদ্বীপে দশকের পর দশক অস্থিরতা

আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিম উপদ্বীপে কয়েক দশক ধরে আগ্নেয়গিরির অস্থিতিশীলতা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে আইসল্যান্ডের আবহাওয়া অফিস (আইএমও)।

ভূমিকম্প এবং আসন্ন অগ্ন্যুৎপাতের আশঙ্কার কারণে ছোট মাছ ধরার শহর গ্রিন্ডাভিককে সরিয়ে নেওয়া হয়েছে। আইএমও’র ম্যাথিউ রবার্টস বলেন, ৮০০ বছরের বিরতির পর ২০২১ সালে রেকজানেস উপদ্বীপে অগ্ন্যুৎপাত আবার শুরু হয়, যা একটি নতুন ‘বিস্ফোরণচক্র’কে চিহ্নিত করে।

 ড. রবার্টস বলেন,  আমরা উপদ্বীপ বরাবর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখতে পাব বলে আশা করি, কেবল একই স্থানে বারবার নয়। এই অস্থিতিশীলতা কয়েক দশক স্থায়ী হতে পারে। 

ড. রবার্টস আইএমও’র রেকজাভিক সদর দপ্তরের ব্যবস্থাপনা পরিচালক। বিবিসির সাংবাদিককে এমন একটি কক্ষে নিয়ে যান যেখানে কর্মীরা ২৪ ঘণ্টা ভূমিকম্পের কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। 

গত শুক্রবার দলটি জানতে পেরে হতবাক হয়ে যায় যে, ম্যাগমা মাটিতে পড়ে যাচ্ছে এবং ১৫ কিলোমিটার (নয় মাইল) দূরত্বে পাথর ভেঙে পড়ছে।

ড. রবার্টস বলেন, এটি গ্রিন্ডাভিকের নিচে ‘প্রায় ভূগর্ভস্থ মালবাহী ট্রেনের মতো’ কেটে ফেলা হয়েছে। আধুনিক যুগে অজানা একটি ঘটনা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button