আমাজন নদীর পানি কমল রেকর্ড পরিমাণ! সঙ্কটে লাখ লাখ মানুষ
আমাজন নদীর পানি রেকর্ড পরিমাণ কমে গেল। এমনকি দেখা দিয়েছে খাবারের সঙ্কটও। আমাজন অববাহিকার লাখ লাখ মানুষ রীতিমতো খাদ্যসঙ্কটে ভুগছেন।
গত ১০০ বছরে সর্বনিম্ন হল আমাজনের পানির তল। ব্রাজিলের এই নদী বিশ্বের বিখ্যাত নদীগুলির মধ্যে একটি। নদীর আশেপাশের ব্রাজিলীয় অববাহিকায় রেকর্ড হারে খরা দেখা দিয়েছে। সেই খরার ফলেই কমে গিয়েছে নদীতে পানির তল। শুধু যে পানি কমে গিয়েছে তা নয়। খরার ফলে বিপদে পড়েছে লাখ লাখ বাসিন্দার জীবনযাপন। এমনকি জঙ্গলের বাস্তুতন্ত্রও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
যেসব গ্রাম বনের দুর্গম অঞ্চলে রয়েছে, সেখানে ইতিমধ্যেই খাবারদাবারের সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। পানি নেমে যাওয়ায় নৌকা চলাচল স্তব্ধ হয়ে পড়েছে। অন্যদিকে পানির উষ্ণতা বেড়ে গিয়েছে বেশ কয়েক ডিগ্রি। এর ফলে পানির নিচে থাকা ১০০-এর বেশি ডলফিন মৃত। রিও নেগ্রো ও আমাজন নদীর সংযোগস্থলে মানাউস বন্দরে পানির তল নেমে গিয়েছে প্রায় ৪ মিটার। ১৯০২ সালের পর এই প্রথম এতটা পানি কমে গিয়েছে আমাজনে।
স্থানীয় বাসিন্দা মনডেনোকা বলেন, তিন সপ্তাহ পর ব্রাজিলের এক এনজিও থেকে তাদের কাছে খাবার এসে পৌঁছেছে। মাঝের গোটা সময়টাই কেটেছে খাবারের সংস্থান ছাড়া। প্রসঙ্গত, এমনটাই অবস্থা ওই এলাকার অধিকাংশ বাসিন্দার।