আ’লীগ ‘শান্তি মিছিলের’ নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে : মির্জা আব্বাস
‘ছেড়ে দেওয়ার দিন শেষ, এখন খালেদা জিয়ার বাংলাদেশ’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস – ছবি : সংগৃহীত
আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে এক দফা আন্দোলনের অংশ হিসেবে উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু করেছে বিএনপি।
পদযাত্রার শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিকে প্রতিহত করে ‘শান্তি মিছিলের’ নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
তিনি অভিযোগ করেন, মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় আওয়ামী লীগের ক্যাডাররা হামলা চালিয়ে একজনকে হত্যা ও অনেককে আহত করেছে।
আব্বাস বলেন, ‘আমাদের দলের নেতা-কর্মীরা ১৫ বছর ধরে নিপীড়নের শিকার। আমরা আর দমনমূলক কর্মকাণ্ড সহ্য করব না। আমরা এর উপযুক্ত জবাব দিব।’
তিনি আরো বলেন যে- তারা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করবেন এবং নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী নির্বাচন করতে বর্তমান সরকারকে বাধ্য করবেন।
এরপর বেলা ১১টা ৫ মিনিটে উত্তরার আবদুল্লাহপুরের পলওয়েল মার্কেটের সামনে মির্জা আব্বাস এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রখর রোদে টানা দ্বিতীয় দিনের মতো বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী এই পদযাত্রায় অংশ নেন।
আজ অন্যান্য সব মহানগর ও জেলা শহরেও একই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলটির মঙ্গলবারের কর্মসূচিতে সারা দেশে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের সাথে সংঘর্ষের ঘটনা প্রত্যক্ষ করা হয়, যাতে কমপক্ষে একজন নিহত এবং কয়েক শ’ মানুষ আহত হয়।
রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে বিএনপির পদযাত্রায় হামলা হলে ক্ষমতাসীন ও বিরোধী দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
বিএনপির পাশাপাশি গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গণফোরাম, পিপলস পার্টি, লেবার পার্টি, গণঅধিকার পরিষদ, গণতান্ত্রিক বাম ঐক্য, সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোট ও স্বাধীন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদও রাজধানীর বিভিন্ন এলাকায় পদযাত্রা করবে।
এর আগে, ১২ জুলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ‘এক দফা’ আন্দোলনের ঘোষণা দেন।
এক দফা দাবি আদায়ে প্রথম কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৮ ও ১৯ জুলাই দেশব্যাপী ২ দিনের পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেন তিনি।
বিএনপিসহ ৩৬টি দল আজ তাদের এক দফা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করতে পারে।
দলটির এই দাবির মধ্যে রয়েছে- বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, বিদ্যমান সংসদ ভেঙে দেয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক বন্দির মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সব ‘মিথ্যা’ ও ‘বানোয়াট’ মামলা প্রত্যাহার এবং সকল ‘মিথ্যা সাজা’ বাতিল।