International
ইথিওপিয়ায় সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ, জরুরি অবস্থা জারি
ইথিওপিয়ার ফেডারেল সরকার শুক্রবার আমহারা অঞ্চলে সেনাবাহিনী এবং স্থানীয় জঙ্গিদের মধ্যে সংঘর্ষের পর জরুরি অবস্থা ঘোষণা করেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফানো জঙ্গি গোষ্ঠী এবং ইথিওপিয়ান ন্যাশনাল ডিফেন্স ফোর্স (ইএনডিএফ) এর মধ্যে এই সপ্তাহের শুরুতে ইথিওপিয়ার দ্বিতীয় বৃহত্তম অঞ্চল জুড়ে যে লড়াই শুরু হয়েছিল তা দ্রুত একটি বড় নিরাপত্তা সংকটে পরিণত হয়েছে।
আমহারার সরকার বৃহস্পতিবার আদেশ পুনর্বহাল করার জন্য ফেডারেল কর্তৃপক্ষের কাছ থেকে অতিরিক্ত সাহায্যের অনুরোধ করেছে।
জরুরি অবস্থা ঘোষণা করলেও তা কি শুধু আমহারায় প্রযোজ্য নাকি সারা দেশে তা প্রধানমন্ত্রী আবি আহমেদের অফিসের বিবৃতিতে বলা হয়নি।