ইসরাইল বিশ্ব মঞ্চে সমর্থন হারাচ্ছে ॥ ট্রাম্প
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধের কারণে ইসরাইল বিশ্ব মঞ্চে সমর্থন হারাচ্ছে এবং তাদের এখন যুদ্ধ বন্ধের সময় এসেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইলি ডানপন্থি সংবাদপত্র ইসরাইল হায়মকে দেওয়া এক সাক্ষাৎকারে মঙ্গলবার এমন মন্তব্য করেছেন তিনি। খবর আলজাজিরার।
এদিকে সম্পত্তির মূল্য সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করা জরিমানার অর্থ কমাতে সম্মত হয়েছেন বিচারক। ট্রাম্পের অনুরোধ আমলে নিয়ে তাকে ৪৬ কোটি ৪০ লাখ ডলারের বদলে ১৭ কোটি ৫০ লাখ ডলার জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সেইসঙ্গে জরিমানার অর্থ জমা দিতে ট্রাম্পকে আরও ১০ দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে জমা না দিতে পারলে পুরো অর্থই দিতে হবে বলেও জানানো হয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তোমাদের যুদ্ধ শেষ করতে হবে। এটি শেষ করতে হবে। তোমাদের এটি সম্পন্ন করতে হবে। গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্পের এই সাক্ষাৎকারটি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদপত্রটি।