International

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নয়: যুক্তরাষ্ট্র

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত সৌদি আরবের সঙ্গে কোনও প্রতিরক্ষা চুক্তি করবে না যুক্তরাষ্ট্র।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ কথা বলেছেন। তিনি বলেন, “সমন্বিত দৃষ্টিভঙ্গি হল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা ইসরায়েল ও সৌদির মধ্যে সম্পর্ক স্বাভাবিককরণ এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে অর্থপূর্ণ পদক্ষেপের সঙ্গে সম্পর্কিত।”

“এসব বিষয় এক সঙ্গে হতে হবে… এবং এগুলোর একটিকে আপনি অন্যটি থেকে আলাদা করতে পারবেন না,” যোগ করেন জ্যাক সুলিভান।

ব্রিটিশ প্রভাবশালী দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’কে এক সাক্ষাৎকারে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এসব কথা বলেন।

সুলিভান বলেন, “আমি আশা করি সামনের মাসগুলোতে মার্কিন প্রেসিডেন্ট এবং আমাদের অন্য কর্মকর্তাদের কাছ থেকে আরও অনেক কিছু শুনতে পাবেন… । আমাদের বিশ্বাস আমরা আরও নিরাপদ ইসরায়েল এবং এই অঞ্চলকে আরও শান্তিপূর্ণ করতে পারব।”

তিনি বলেন, “এখন আমরা যা করতে পারি তা হল আমাদের যে দৃষ্টিভঙ্গি তা নিয়ে কাজ করা, [এবং] এই অঞ্চলের যতগুলো সম্ভব দেশকে এর সঙ্গে সম্পৃক্ত করা যায় তার চেষ্টা করা এবং তারপর এটি উপস্থাপন করা। তবে শেষ পর্যন্ত এটি ইসরায়েলি নেতৃত্বের উপর নির্ভর করবে এবং স্পষ্টতই শেষ পর্যন্ত ইসরায়েলিরাই সিদ্ধান্ত নেবে যে তারা পন্থায় সমাধান চায় কি না।”

শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতরও ওইসব প্রতিবেদনকে অস্বীকার করেছে যেগুলোতে দাবি করা হয়েছে যে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের বিষয়টি উল্লেখ থাকুক বা না থাকুক, যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button