এবার পুলিৎজারে বিশেষ গুরুত্ব পেল গাজায় আগ্রাসন
শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় পুলিৎজার প্রাইজ বিজয়ীদের নাম ঘোষণা করেছে। স্থানীয় সময় সোমবার বিশ্ববিদ্যালয়ের পুলিৎজার প্রাইজ কমিটি তাদের নাম ঘোষণা করে। এ বছর পুরস্কার দেওয়ার ক্ষেত্রে গাজায় যুদ্ধের সংবাদ পরিবেশনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কমিটি বলছে, এ যুদ্ধ প্রাণ কেড়েছে অনেক কবি ও লেখকের।
এএফপির প্রতিবেদনে বলা হয়, এ বছর সাংবাদিকতায় ‘পাবলিক সার্ভিস’ ক্যাটেগরিতে পুরস্কার পেয়েছেন প্রোপাবলিকার সাংবাদিক জোসুয়া ক্যাপলিন, জাস্টিন এলিওট, ব্রেট মারফি, অ্যালেক্স মায়ারজেস্কি ও ক্রিস্টেন বের্গ।
পুলিৎজার প্রাইজের ওয়েবসাইট সূত্র জানায়, ‘ব্রেকিং নিউজ’ ক্যাটেগরিতে এ বছর পুরস্কার পান ক্যালিফোর্নিয়ার লুক আইট শান্তা ক্রুজের স্টাফরা। ‘তদন্ত প্রতিবেদন’ ক্যাটেগরিতে দ্য নিউইয়র্ক টাইমসের হান্নাহ ড্রাইয়ার; ‘বিশ্লেষণধর্মী প্রতিবেদন’ ক্যাটেগরিতে দ্য নিউইয়র্কারের সারাহ স্টিলম্যান; ‘স্থানীয় সংবাদ’ ক্যাটেগরিতে সিটি ব্যুরোর সারাহ কনওয়ে ও ইনভিজিবল ইনস্টিটিউটের ট্রিনা রেনল্ডস-টেইলর এ পুরস্কার পেয়েছেন। ‘জাতীয় সংবাদ’ ক্যাটেগরিতে এ বছর রয়টার্স ও ওয়াশিংটন পোস্টের স্টাফদের পুরস্কার দেওয়া হয়েছে। ‘ফিচার লেখা’ ক্যাটেগরিতে দ্য নিউইয়র্ক টাইমসের অতিথি লেখক ক্যাটি অ্যাঙ্গেলহার্ট ও ‘মতামত’ ক্যাটেগরিতে দ্য ওয়াশিংটন পোস্টের অতিথি লেখক ভ্লাদিমির কারা-মুরজাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
‘সমালোচনা’ ক্যাটেগরিতে লস অ্যাঞ্জেলেস টাইমসের জাস্টিন চ্যাং; ‘সম্পাদকীয়’ ক্যাটেগরিতে দ্য ওয়াশিংটন পোস্টের ডেভিড ই. হফম্যান; ‘বিস্তারিত প্রতিবেদন ও মতামত’ ক্যাটেগরিতে দ্য নিউইয়র্কারের অতিথি লেখক মেডার ডি লা ক্রুজ, ব্রেকিং নিউজ ফটোগ্রাফিতে অ্যাসোসিয়েট প্রেসের স্টাফকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
‘অডিও রিপোর্টিং’য়ে পুরস্কারটি পেয়েছেন ইনভিজিবল ইনস্টিটিউট ও ইউএসজি অডিওর স্টাফরা। ‘বই, নাটক, গান ও উপন্যাস’ ক্যাটেগরিতে জ্যানি অ্যানি ফিলিপসের ‘নাইট ওয়াচ’ পুরস্কার পেয়েছে। ‘নাটক’ ক্যাটেগরিতে এবনি বুথের ‘প্রাইমারি ট্রাস্ট’; ‘ইতিহাস’ ক্যাটেগরিতে জ্যাকলাইন জোনসের ‘নো রাইট টু অ্যা অনেস্ট লিভিং; দ্য স্ট্রাগলস অব বোস্টনস ব্ল্যাক ওয়ার্কারস ইন দ্য সিভিল ওয়ার অ্যারাকে পুরস্কার দেওয়া হয়েছে।
‘জীবনী’ ক্যাটেগরিতে জনাথন আইজের ‘কি: এ লাইফ’ ও ইলিয়ন উ’র ‘মাস্টার স্লেভ হাসব্যান্ড ওয়াইফ: অ্যান এপিক জার্নি ফ্রম স্লেভারি টু ফ্রিডম’; ‘স্মৃতিকথা বা আত্মজীবনী’ ক্যাটেগরিতে ক্রিস্টিনা রিভেরা গার্জার ‘লিলিয়ানাস ইনভিন্সিবল সামার: এ সিস্টারস সার্চ ফর জাস্টিস’; ‘সাধারণ নন-ফিকশন’ ক্যাটেগরিতে নাথান থ্রলের ‘অ্যা ডে ইন দ্য লাইফ অব আবদেল সালামা: অ্যানাটমি অব জেরুজালেম ট্র্যাজেডি’কে পুরস্কার দেওয়া হয়েছে।
এ বছর কবিতায় ‘ট্রিপাস: পোয়েমস’ গ্রন্থের জন্য ব্র্যান্ডন সোম ও সংগীতের জন্য তিসাউন সোরের ‘আদাজিও’ পুলিৎজার প্রাইজ জিতেছেন। বিশেষ ক্যাটেগরিতে গ্রেগ টেইট এবং গাজায় যুদ্ধের সংবাদ পরিবেশনকারী সাংবাদিকদের পুরস্কার দেওয়া হয়।