Trending

এবার পুলিৎজারে বিশেষ গুরুত্ব পেল গাজায় আগ্রাসন

শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় পুলিৎজার প্রাইজ বিজয়ীদের নাম ঘোষণা করেছে। স্থানীয় সময় সোমবার বিশ্ববিদ্যালয়ের পুলিৎজার প্রাইজ কমিটি তাদের নাম ঘোষণা করে। এ বছর পুরস্কার দেওয়ার ক্ষেত্রে গাজায় যুদ্ধের সংবাদ পরিবেশনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কমিটি বলছে, এ যুদ্ধ প্রাণ কেড়েছে অনেক কবি ও লেখকের।

এএফপির প্রতিবেদনে বলা হয়, এ বছর সাংবাদিকতায় ‘পাবলিক সার্ভিস’ ক্যাটেগরিতে পুরস্কার পেয়েছেন প্রোপাবলিকার সাংবাদিক জোসুয়া ক্যাপলিন, জাস্টিন এলিওট, ব্রেট মারফি, অ্যালেক্স মায়ারজেস্কি ও ক্রিস্টেন বের্গ।

পুলিৎজার প্রাইজের ওয়েবসাইট সূত্র জানায়, ‘ব্রেকিং নিউজ’ ক্যাটেগরিতে এ বছর পুরস্কার পান ক্যালিফোর্নিয়ার লুক আইট শান্তা ক্রুজের স্টাফরা। ‘তদন্ত প্রতিবেদন’ ক্যাটেগরিতে দ্য নিউইয়র্ক টাইমসের হান্নাহ ড্রাইয়ার; ‘বিশ্লেষণধর্মী প্রতিবেদন’ ক্যাটেগরিতে দ্য নিউইয়র্কারের সারাহ স্টিলম্যান; ‘স্থানীয় সংবাদ’ ক্যাটেগরিতে সিটি ব্যুরোর সারাহ কনওয়ে ও ইনভিজিবল ইনস্টিটিউটের ট্রিনা রেনল্ডস-টেইলর এ পুরস্কার পেয়েছেন। ‘জাতীয় সংবাদ’ ক্যাটেগরিতে এ বছর রয়টার্স ও ওয়াশিংটন পোস্টের স্টাফদের পুরস্কার দেওয়া হয়েছে। ‘ফিচার লেখা’ ক্যাটেগরিতে দ্য নিউইয়র্ক টাইমসের অতিথি লেখক ক্যাটি অ্যাঙ্গেলহার্ট ও ‘মতামত’ ক্যাটেগরিতে দ্য ওয়াশিংটন পোস্টের অতিথি লেখক ভ্লাদিমির কারা-মুরজাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

‘সমালোচনা’ ক্যাটেগরিতে লস অ্যাঞ্জেলেস টাইমসের জাস্টিন চ্যাং; ‘সম্পাদকীয়’ ক্যাটেগরিতে দ্য ওয়াশিংটন পোস্টের ডেভিড ই. হফম্যান; ‘বিস্তারিত প্রতিবেদন ও মতামত’ ক্যাটেগরিতে দ্য নিউইয়র্কারের অতিথি লেখক মেডার ডি লা ক্রুজ, ব্রেকিং নিউজ ফটোগ্রাফিতে অ্যাসোসিয়েট প্রেসের স্টাফকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

‘অডিও রিপোর্টিং’য়ে পুরস্কারটি পেয়েছেন ইনভিজিবল ইনস্টিটিউট ও ইউএসজি অডিওর স্টাফরা। ‘বই, নাটক, গান ও উপন্যাস’ ক্যাটেগরিতে জ্যানি অ্যানি ফিলিপসের ‘নাইট ওয়াচ’ পুরস্কার পেয়েছে। ‘নাটক’ ক্যাটেগরিতে এবনি বুথের ‘প্রাইমারি ট্রাস্ট’; ‘ইতিহাস’ ক্যাটেগরিতে জ্যাকলাইন জোনসের ‘নো রাইট টু অ্যা অনেস্ট লিভিং; দ্য স্ট্রাগলস অব বোস্টনস ব্ল্যাক ওয়ার্কারস ইন দ্য সিভিল ওয়ার অ্যারাকে পুরস্কার দেওয়া হয়েছে।

‘জীবনী’ ক্যাটেগরিতে জনাথন আইজের ‘কি: এ লাইফ’ ও ইলিয়ন উ’র ‘মাস্টার স্লেভ হাসব্যান্ড ওয়াইফ: অ্যান এপিক জার্নি ফ্রম স্লেভারি টু ফ্রিডম’; ‘স্মৃতিকথা বা আত্মজীবনী’ ক্যাটেগরিতে ক্রিস্টিনা রিভেরা গার্জার ‘লিলিয়ানাস ইনভিন্সিবল সামার: এ সিস্টারস সার্চ ফর জাস্টিস’; ‘সাধারণ নন-ফিকশন’ ক্যাটেগরিতে নাথান থ্রলের ‘অ্যা ডে ইন দ্য লাইফ অব আবদেল সালামা: অ্যানাটমি অব জেরুজালেম ট্র্যাজেডি’কে পুরস্কার দেওয়া হয়েছে।

এ বছর কবিতায় ‘ট্রিপাস: পোয়েমস’ গ্রন্থের জন্য ব্র্যান্ডন সোম ও সংগীতের জন্য তিসাউন সোরের ‘আদাজিও’ পুলিৎজার প্রাইজ জিতেছেন। বিশেষ ক্যাটেগরিতে গ্রেগ টেইট এবং গাজায় যুদ্ধের সংবাদ পরিবেশনকারী সাংবাদিকদের পুরস্কার দেওয়া হয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button