International

ওজন কমানোর ওষুধ বানিয়ে ইউরোপের সবচেয়ে দামি প্রতিষ্ঠান

ওজন কমানোর ওষুধ ‘উইগোভি’র প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইউরোপের সবচেয়ে দামি কোম্পানিতে পরিণত হয়েছে। এ ক্ষেত্রে তারা ফরাসি বিলাসবহুল পণ্যের প্রতিষ্ঠান এলভিএমএইচকে পেছনে ফেলে দিয়েছে।

‘উইগোভি’ ইনজেকশনের প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্যানিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি নভো নরডিস্ক। কোম্পানিটি গতকাল সোমবার যুক্তরাজ্যের বাজারে ওষুধটি ছেড়েছে। জনপ্রিয় ওষুধটি যুক্তরাজ্যের বাজারে ছাড়ার পর নভো নরডিস্কের শেয়ারের দাম হু হু করে বেড়ে যায়।

গতকাল লেনদেন শেষ হওয়ার সময় কোম্পানিটির শেয়ার বাজার মূল্য (স্টক মার্কেট ভ্যালুয়েশন) দাঁড়ায় ৩৩৯ বিলিয়ন পাউন্ড বা ৪২৮ বিলিয়ন মার্কিন ডলার।

ওষুধটি এখন যুক্তরাজ্যের সরকারি-বেসরকারি উভয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় পাওয়া যাচ্ছে।
স্থূলত্বের চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশন ‘উইগোভি’ সপ্তাহে একবার নেওয়া হয়। এই ওষুধ নেওয়ার পর ব্যবহারকারীর মনে হয়, তাঁর পেট ভরা। তাই ব্যক্তি কম খায়। এতে ব্যক্তির ওজন কমে যায়।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) দেশটিতে এই ওষুধের অনুমোদন দেয়। এরপর হলিউড তারকাসহ সাধারণ মানুষকে এই ওষুধ ব্যাপকভাবে বিমোহিত করে।

এই ওষুধ ব্যবহারকারীদের মধ্যে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মতো বিখ্যাত ব্যক্তি রয়েছেন বলে খবরে বলা হয়।

‘উইগোভি’–কে অলৌকিক ওষুধ হিসেবে বর্ণনা করা হয়। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই ওষুধ সমস্যার দ্রুত সমাধানের উপায় নয়। আবার স্বাস্থ্যকর খাবার ও শরীরচর্চার বিকল্পও নয় এই ওষুধ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button