কানাডার সৈকতে ভেসে এল প্রাচীন জাহাজ! বাড়ছে রহস্য
কানাডার সমুদ্র সৈকতে ভেসে এল এক উনবিংশ শতাব্দীর জাহাজ। আর সেই জাহাজ ঘিরেই ঘনাল রহস্য। গত ২০ জানুয়ারি প্রথম দেখা মেলে এই প্রাচীন জাহাজের। ৮০ ফুটের জাহাজটি দেখে স্থানীয় বাসিন্দারা অবাক হয়ে গিয়েছেন। প্রশ্ন উঠছে, কোথা থেকে এল এই জাহাজটি?
গত কয়েকদিন ধরেই নিউফাউন্ডল্যান্ড উপকূলে কেপ রে-এর তীরে উদ্ধার হওয়া জাহাজটি ঘিরে কৌতূহল বাড়ছে। এর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে নেট ভুবনে। মনে করা হচ্ছে, উনবিংশ শতাব্দীতে জাহাজটি তৈরি হয়েছিল সম্ভবত ইউরোপের কোথাও। হারিকেন ফিওনার ধাক্কাতেই সেটা ভাসতে ভাসতে এখানে এসে পৌঁছেছে।
নিউফাউন্ডল্যান্ডের জাহাজ সংরক্ষণ সংগঠনের সভাপতি নিল বার্গেস বলেন, ‘এ ধরনের ওক বা শক্ত কাঠের তৈরি নমুনা আমাদের বুঝিয়ে দেয় এগুলো মোটেই এখানে তৈরি হয়নি। সম্ভবত ইউরোপের কোথাও এই জাহাজটি নির্মিত হয়। কেপ রে-এর তীরে যে জাহাজগুলো হারিয়েছে সেই সংক্রান্ত তথ্যপঞ্জি খতি দেখব আমরা।’
তার ধারণা, ওই জাহাজটি উপকূলীয় ভাঙন ও সমুদ্রঝড়ের পাল্লায় পড়ে এদিকে এসেছে। গত বছর ফিওনার কবলে পড়ে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। স্থানীয় প্রশাসন জাহাজটি সংরক্ষণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।