Science & Tech

কৃত্রিম বুদ্ধিমত্তার হলোগ্রামের সঙ্গে বিয়ে এক নারী শিল্পীর

এ ধরনের ঘটনা বিশ্বে প্রথম ঘটতে যাচ্ছে। স্পেনের এক শিল্পী বিয়ে করতে যাচ্ছেন তাঁরই তৈরি হলোগ্রাম প্রযুক্তির এক কাল্পনিক পুরুষ সঙ্গীকে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই হলোগ্রাম তৈরি করা হয়েছে। হলোগ্রাফি হচ্ছে এমন একধরনের ফটোগ্রাফিক প্রযুক্তি, যা কোনো বস্তুর ত্রিমাত্রিক ছবি তৈরিতে ব্যবহার করা হয়। এ প্রযুক্তিতে তৈরি করা ত্রিমাত্রিক ছবি ‘হলোগ্রাম’ নামে পরিচিত।

স্পেনের ওই শিল্পীর নাম অ্যালিসিয়া ফ্রেমিস। নিজের নকশা করা হলোগ্রামটির নামও দিয়েছেন তিনি নিজেই। এর নাম এআইলেক্স। বিয়ের জন্য ইতিমধ্যে স্থানও ঠিক করে ফেলেছেন তিনি। নেদারল্যান্ডসের রটারডামের একটি জাদুঘরে এ বছরেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলার পরিকল্পনা চূড়ান্ত করেছেন ফ্রেমিস। নিজের সঙ্গী বেছে নেওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, তাঁর সব মানসিক চাহিদা পূরণ করতে সক্ষম এই হলোগ্রাম। ভার্চ্যুয়াল এ সঙ্গী প্রসঙ্গে তিনি আরও বলেন, কিছুটা জটিল তথ্যপ্রবাহসম্পন্ন মধ্যবয়সী একজন পুরুষ।

ইউরোনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘হাইব্রিড কাপল’ নামের একটি প্রকল্পের আওতায় ফ্রেমিস তাঁর এআইলেক্সকে তৈরি করেছেন। এর মাধ্যমে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রেম, ঘনিষ্ঠতা এবং পরিচয়ের সীমানা নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করে দেখতে চান।

ফ্রেমিস তাঁর ওয়েবসাইটে লিখেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখনো প্রযুক্তির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। এর সঙ্গে কবিতা, শিল্প এবং উষ্ণতার সম্পর্ক এখনো দৃঢ় হয়নি। তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তিনি শৈল্পিক ডকুমেন্টারি তৈরি করতে চান; যাতে ছবি আঁকা, অন্য নারীর সাক্ষাৎকার, রোমান্টিক স্বপ্ন, পারিবারিক পরিস্থিতি ও সঙ্গীর জীবনের দৈনন্দিন বিষয়গুলো ভাগাভাগি করতে চান। তাঁর দৈনন্দিন জীবনের বিষয়গুলো হলোগ্রামের সঙ্গে কীভাবে যুক্ত করা যায়, তা পরীক্ষা করে দেখতে চান তিনি।

ফ্রেমিস তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এআইলেক্সের সঙ্গে নিজের ছবি ও ভিডিও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘রোবটের সঙ্গে ভালোবাসা ও সম্পর্ক তৈরি অবশ্যম্ভাবী বাস্তবতা। রোবট দারুণ সঙ্গী এবং সহানুভূতি প্রকাশে সক্ষম। মুঠোফোন যেভাবে আমাদের একাকিত্ব ঘোচাতে পারে এবং আমাদের জীবনের শূন্যতা পূরণ করে, তেমনি আমাদের বাড়িতে হলোগ্রামের উপস্থিতি একে আরও এগিয়ে নিয়ে যেতে পারে।’

ফ্রেমিস আরও বলেন, যাঁদের সঙ্গী প্রয়োজন, তাঁদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা উপকারী হতে পারে। তিনি উদাহরণ হিসেবে বলেন, ‘আমার বন্ধু বিধবা। তাঁর পক্ষে আর বিয়ে করা সম্ভব নয়। এ ক্ষেত্রে রোবট তাঁর ভালো সঙ্গী হতে পারে।’

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button