গণতন্ত্রী পার্টির ১২ প্রার্থীর সবার মনোনয়ন বাতিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টির ১২ প্রার্থীর সবার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। দলটির কেন্দ্রীয় দুটি কমিটি নির্বাচন কমিশন মঞ্জুর করেনি। এ কারণে কমিটি দুটির মনোনয়ন দেওয়া সব প্রার্থীর প্রার্থিতা বাতিল করল কমিশন।
মঙ্গলবার সব রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়ে সংশ্লিষ্ট প্রার্থির প্রার্থিতা বাতিল করতে নির্দেশনা দেয় কমিশন। এর ফলে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলের সংখ্যা কমে ২৮টিতে দাঁড়াল। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল ৪৪টি। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
ইসি সূত্র জানায়, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নেতারা পরস্পরবিরোধী দুটি কমিটি গঠন করেন। কয়েকজন নেতা দুই কমিটিতেই রয়েছেন।
নির্বাচন কমিশনের অনুসন্ধানে জানতে পারে, ওই দুই কমিটি সঠিক প্রক্রিয়ায় গঠন হয়নি। এ কারণে দুটি কমিটিই ইসি গ্রহণ করেনি। ওই বিষয়টি গতকাল চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে দুই কমিটির মনোনয়ন দেওয়া প্রার্থীদের প্রার্থিতাও বাতিল করেছে।
দলটির প্রার্থীদের প্রার্থিতা বাতিল করে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত রাজনৈতিক দল গণতন্ত্রী পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথক পৃথকভাবে দাখিলকৃত কমিটি কমিশন নামঞ্জুর করছে। সুতরাং গণতন্ত্রী পার্টির রাজনৈতিক দলের অনুমোদিত কোনো কমিটি বিদ্যমান নেই। চিঠিতে গণতন্ত্রী পার্টির কোনো পদধারীর দাখিল করা প্রার্থীর প্রার্থিতা বাতিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
গণতন্ত্রী পার্টি ১৪ দলীয় জোটের শরিক দল। মনোনয়নপত্র বাছাইয়ে দলটির প্রায় সবারই প্রার্থিতা বৈধ হয়। বাতিল হওয়া দু-একজন নির্বাচন কমিশনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন। এরই মধ্যে নির্বাচন কমিশন থেকে এ সিদ্ধান্ত দেওয়া হলো। এ নির্বাচনে দলটির প্রার্থীরা নৌকা প্রতীকে ভোট করার আগ্রহ প্রকাশ করে নির্বাচন কমিশনে চিঠিও দিয়েছিল।
প্রার্থিতা বাতিলে ইসির চিঠির বিষয়ে জানতে চাইলে গণতন্ত্রী পার্টির একাংশের সভাপতি শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, আমাদের প্রার্থীদের বৈধ ঘোষণার পরও কেন সবাইকে একসঙ্গে বাদ দেওয়া হলো বুঝতে পারলাম না। আমরা তো আপিল শুনানিতে অংশ নিয়েও প্রার্থিতা ফিরে পেয়েছি। এক আসনে একাধিক প্রার্থীও ছিল না। বিষয়টি নিয়ে কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান তিনি।