USA

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার অভিষেক

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার ২০২৪-২০২৫ কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, নর্থরিজের স্টুডেন্ট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অভিষেক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ নাসির জেবুল।

এ সময় ২০২৪-২০২৫ কার্যনির্বাহী সংসদের নবনির্বাচিত সভাপতি আব্দুল মুনিম ও সাধারণ সম্পাদক লায়েক আহমেদসহ কমিটির অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিসি গ্রুপের চেয়ারম্যান কালীপ্রদীপ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেসের কমার্শিয়াল কনসাল জেনারেল এস এম খোরশেদ আলম ও জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউএসএ, ইনকের সভাপতি বদরুল খানসহ স্থানীয় সাংবাদিক ও কমিউনিটি নেতারা।

এ সময় সাময়িকী ‘সুরমার’ মোড়ক উন্মোচন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা। 

আয়োজকরা মনে করেন, এর মধ্য দিয়ে লস এঞ্জেলেসে বেড়ে উঠা নতুন প্রজন্মসহ বহির্বিশ্বে ছড়িয়ে পড়বে বাঙালি সংস্কৃতি আর ঐতিহ্য।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button