Bangladesh

‘ড. ইউনূসকে সাজা দেওয়ার ঘটনা দেশের জন্য কলঙ্কজনক’ রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধারা

শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে সাজা দেওয়ার ঘটনা বাংলাদেশের জন্য কলঙ্কজনক বলে অভিহিত করেছেন রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধারা। আজ মঙ্গলবার এক বিবৃতিতে তারা একথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, ড. ইউনূসের বিরুদ্ধে ফরমায়েশি সাজা দেওয়া হয়েছে। এই রায়ের ফলে ড. ইউনূসের কোনো অসম্মান হবে না বরং এই রায়ের ফলে দেশের ও বিচার ব্যবস্থার চরম অসম্মান হবে। বর্তমান অবৈধ সরকারের প্রতিহিংসার শিকার সর্বজন শ্রদ্ধেয় বাঙালি জাতির অহঙ্কার বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইউনূসকে স্বসম্মানে মুক্তি দিয়ে জাতিকে এই ন্যাক্কারজনক কাজ থেকে মুক্তি দেওয়ার জন্য জোর দাবি জানান।

বিবৃতিতে স্বাক্ষরকারী বীর মুক্তিযোদ্ধারা হলেন আব্দুস সালাম, আব্দুল্লাহ আল নোমান, জয়নাল আবেদীন ফারুক, ক্যাপ্টেন (অব.) নুরুল হুদা, মিজানুর রহমান খান- বীর প্রতীক, অ্যাডভোকেট ফজলুর রহমান, শেখ রফিকুল ইসলাম বাবলু, নঈম জাহাঙ্গীর, ইসতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, লেফট্যানেন্ট কর্নেল (অব.) জয়নুল আবেদীন, এমএ বারী- কুড়িগ্রাম, মোকসেদ আলী মঙ্গলীয়া- দিনাজপুর, আবুল হোসেন, এমএ শহিদ বাবলু, আব্দুল হালিম- টাঙ্গাইল, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম- চাঁপাইনবাবগঞ্জ, রফিকুল বাসেত- গাজীপুর, ওহিদুর রহমান- লক্ষ্মীপুর, হাজী আনসার আলী- রংপুর, আকবর আজাদ- বাগেরহাট।

এ ছাড়া মজিবুল হক ছানা- গাইবান্ধা, এইচ আর সিদ্দিকী সাজু, রওশন আলী ভূঁইয়া, মেজর (অব.) আতিকুর রহমান, এসএম মোস্তফা কামাল, হাজী হোসেন আলী- চট্টগ্রাম, সৈয়দ আবুল বাশার-চট্টগ্রাম, জহিরুল হক তরফদার- জয়পুরহাট, আনোয়ারুল ইসলাম বাবুল গাজী- পিরোজপুর, আব্দুল কাদের- বগুড়া, মোস্তফা সাহাব উদ্দিন রেজা, কাজী নাসির আহমেদ, আব্দুল জব্বার, আব্দুল হাকিম, জাহাঙ্গীর কবির, মহিউদ্দিন আহমেদ শাহজাহান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম- গাজীপুর, আব্দুস সামাদ- সাভার, কমান্ডার আফজাল হোসেন- বাগেরহাট, হানিফ মাহমুদ, মোবারক হোসেন- ব্রাহ্মণবাড়িয়া, কমান্ডার আব্বাস উদ্দিন- কুমিল্লা, তৌহিদুর রহমান- সিরাজগঞ্জ, নূর করিম- ঠাকুরগাঁও, মোস্তফা কামাল- ঠাকুরগাঁও, জাহাঙ্গীর আলম চৌধুরী- নেত্রকোনা, মো. শরিফ হোসেন, মো. গাউছ মিয়া, আহসান হাবীব মঞ্জু- জামালপুর, আব্দুল মান্নান- মানিকগঞ্জ, আব্দুল খালেক মন্ডল- টাঙ্গাইল, ইউনুছ সিকদার, রফিকুল ইসলাম- বগুড়া, হায়দার জাহান চৌধুরী- নেত্রকোনা, আইয়ুব আলী রেজা, মো. আবু সালেহ, মোতাম্মের ইসলাম- ময়মনসিংহ, আনোয়ারুল হক- নেত্রকোনা, এসএম নুরুল ইসলাম- নারায়ণগঞ্জ, নুর হোসেন মোল্লা, মহিন্দ্র মোহন ঘোষ- টাঙ্গাইল, এডভোকেট মজিবুল হক মুজিব- মৌলভীবাজার, সরোয়ার হোসেন- যশোর।

এ ছাড়া নুরুর রহমান জাহাঙ্গীর, শহিদুল ইসলাম- সাতক্ষীরা, সামছুল আলম সোনা, মো. সরওয়ার- গৌরনদী, আব্দুল আলম, রশিদ নোমান, নুরুল ইসলাম, হামিদুল ইসলাম- বগুড়া, আমিন উদ্দিন, এস এম সিরাজুল ইসলাম- নওগাঁ, নজরুল ইসলাম- মুন্সীগঞ্জ, আবুল কামাল আজাদ- নোয়াখালী, মো. কাজীমুদ্দিন, জহিরুল হক শাহজাদা মিয়া, মোজাম্মেল হক মুক্ত, আনোয়ারুল হক মনু, আশ্রাফুল আলম আলী মিয়া, আজহারুল হক দুলু, মজিবুর রহমান ফকির, অ্যাডভোকেট এম এ কুদ্দুছ, এস এম সোলাইমান, হারুনুর রশিদ, গোলাম হোসেন, ইসতিয়াক খান লাভলু, হাবিবুর রহমান তুলা, মনোয়ার হোসেন, হাজী আনসার আলী- রংপুর, আজিজুল ইসলাম দুলাল- সিরাজগঞ্জ, শেখ সিরাজুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম পিন্টু, মো. জালাল উদ্দিন- ধামরাই, আব্দুল মাবুদ সৈয়দ বিবৃতিতে সাক্ষর করেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button