USA

তিন শতাধিক বন্ধু নিয়ে ইউএসএ হ্যাপি নিউ ইয়ার অনুষ্ঠান

আমেরিকার রিগো পার্কে এ প্রায় তিন শতাধিক বন্ধু ও পরিবার পরিজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো জাঁকঝঁমকপূর্ণ অনুষ্ঠান ৯৩ ইউএসএ হ্যাপি নিউ ইয়ার এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নাইট ২০২৪।

প্রত্যেকে প্রত্যেকের অবস্থান হতে মেধা, শ্রম ও আর্থিক সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানকে শতভাগ সফল ও এক অবিস্মরণীয় স্বার্থকতায় রুপ দেয়।

বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি সম্মান প্রদর্শন করে একটি চমৎকার দেশাত্ববোধক গান পরিবেশন করে জননন্দিত কন্ঠশিল্পী রাজীব ভট্টাচার্য। 

অনুষ্ঠানে ৯৩ ইউএসএ  এর বন্ধুরা ভালবাসার অ্যাওয়ার্ড “মার্কিন যুক্তরাষ্ট্রে ৯৩ এর প্রিয় উদ্যোক্তা” পুরষ্কারে ভূষিত করে আমেরিকায় ৯৩’র শুভ সূচনাকারী ৬ জন বন্ধুকে। এদের মধ্যে শান্তানুর রহমান শান্ত, জোবায়ের আহমেদ রানা ও মো. রিমন অনুষ্ঠানে উপস্থিত থেকে বন্ধুদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে নিজেদের অ্যাওয়ার্ড গ্রহণ করে।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বের শুরুতেই গান পরিবেশন করে  জহিরুল হক রুবেল, ওজিফা সুলতানা, ফয়সেল চৌধুরী, রোজিনা আহমেদ, পারিজাত দাস। 

কবিতা আবৃত্তি করে জোবায়ের আহমেদ রানার মেয়ে জাবালা আহমেদ জান্নাত, বন্ধু রাফিজা রাফি ও বন্ধু মোকাররম চৌধুরী সাগর। 

সবশেষে গানে গানে বন্ধুদের সারাক্ষণ মাতিয়ে রাখেন বাংলাদেশ ও আমেরিকার জনপ্রিয় কন্ঠশিল্পী নাজু আকন্দ ও রাজীব ভট্টাচার্য।

Show More

7 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button