International

নজিরবিহীন তাপপ্রবাহ, ইরানে দুই দিনের ছুটি ঘোষণা

ইরানের তেহরানে একজন ট্যাক্সি ড্রাইভার তার মুখে পানি ছিটিয়ে দিচ্ছেন। ইরানের কিছু অংশে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে এবং দেশটি তীব্র তাপপ্রবাহের মুখোমুখি হচ্ছে

ইরানে নজিরবিহীন তাপমাত্রার কারণে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সরকারি ছুটির ঘোষণা আসে। বুধবার ও বৃহস্পতিবার দেশটির সরকারি-বেসরকারি সব অফিস-আদালত বন্ধ থাকবে।

বয়স্ক এবং স্বাস্থ্যঝুঁকি আছে এমন লোকদের বাড়ির ভেতরে থাকতে বলা হয়েছে। দক্ষিণ ইরানের অনেক শহরে ইতোমধ্যেই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দক্ষিণাঞ্চলীয় শহর আহভাজে এই সপ্তাহে তাপমাত্রা ১৫১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হাসপাতালগুলোকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ জারি করা হয়েছে। বুধবার তেহরানে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চলতি বছরে বিশ্বের বড় একটা অংশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা ধারণা করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button