নিউইয়র্কের ক্ষুদ্র ব্যবসায়ীদের রক্ষায় নতুন আইন পাস
নিউইয়র্কে দোকানিদের আঘাত করলে সর্বোচ্চ ৪ বছরের জেল খাটতে হবে। রাজ্যের ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ও কর্মচারিদের ওপর হামলা রোধে নিউইয়র্ক স্টেট বাজেটে এ ধরনের বিল সংযুক্ত করা হয়েছে। স্টেট সিনেটর জেসিকা স্কারসেলা স্পানটন বিলটি পেশ করেন। গর্ভনর ক্যাথি হোকুল ইতোমধ্যেই আইনটিতে স্বাক্ষর করেছেন।
সম্প্রতি স্ট্যাটেন আইল্যান্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনেটর স্পানটন এই ঘোষণা দেন। নতুন এই আইন আগামী অক্টোবর থেকে কার্যকর হবে। এতে কোনো দোকান কর্মচারিকে আঘাত করলে শাস্তি হবে ৪ বছরের সশ্রম কারাদণ্ড।
সিনেটর স্পানটন বলেন, কাজে গিয়ে কেউ হামলার আশংকায় শংকিত থাকতে পারেন না। বিশেষ করে ডেলি ও গ্যাস স্টেশনের কর্মচারিরা সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা কাজ করেন। প্রায়শই তারা হামলার শিকার হন। আমরা এ ধরনের খবর শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছি। অবশেষে কর্মচারিদের রক্ষায় আইন পাস করতে পেরেছি।
রিচমন্ড কাউন্টির ডিস্ট্রিক্ট এটর্নি জানান, দোকানগুলোতে চুরি ও কর্মচারিদের ওপর হামলাকারিরা একটি সংঘবদ্ধ গ্রুপ। তারা গ্রেপ্তার হয়, এরপর জামিনে ছাড়া পেয়ে একই ধরনের অপরাধে লিপ্ত হয়। নতুন এই আইনে কিছুটা হলেও তাদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।