International

পাকিস্তানে প্রাদেশিক পরিষদের নির্বাচনে কোথায় কোন দল এগিয়ে

পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের এক দিন পর গতকাল শনিবারও চলেছে ফল প্রকাশ। নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান–সমর্থিত স্বতন্ত্র প্রার্থী, নওয়াজ শরিফের দল পিএমএল–এন ও বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপির দখলেই পার্লামেন্টের জাতীয় পরিষদের বেশির ভাগ আসন রয়েছে। দেশটির প্রাদেশিক পরিষদগুলোর চিত্রও অনেকটা একই।

পাকিস্তানে পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান—চারটি প্রাদেশিক পরিষদ রয়েছে। ৮ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের পাশাপাশি ভোট অনুষ্ঠিত হয় প্রাদেশিক পরিষদগুলোয়ও।

পাকিস্তান নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ হিসাব (গতকাল দিবাগত রাত ১২টায়) অনুযায়ী, পাঞ্জাব প্রাদেশিক পরিষদে সরাসরি ভোট হওয়া ২৯৭ (একটি স্থগিত) আসনের মধ্যে পিএমএল–এন পেয়েছে ১৩৭টি আসন। ইমরান–সমর্থিত স্বতন্ত্র প্রার্থীসহ অন্য স্বতন্ত্র প্রার্থীরা ১৩৮টি আসন পেয়েছেন। ১০টি আসন পেয়ে এর পরের অবস্থানে রয়েছে পিপিপি।

সিন্ধু প্রাদেশিক পরিষদে সরাসরি ভোট হওয়া ১৩০ আসনের মধ্যে পিপিপি পেয়েছে সর্বোচ্চ ৮৪টি আসন। এরপর এমকিউএম–পি পেয়েছে ২৮টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ১৩টি আসন।

খাইবার পাখতুনখাওয়া প্রাদেশিক পরিষদে সরাসরি ভোট হওয়া ১১৫ (দুটি স্থগিত) আসনের মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৯০টি আসন। তাঁদের প্রায় সবাই ইমরানপন্থী। পিএমএল–এন ও পিপিপি পেয়েছে যথাক্রমে পাঁচ ও চারটি আসন।

বেলুচিস্তান প্রাদেশিক পরিষদে সরাসরি ভোট হওয়া ৫১টি আসনের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত পিপিপি পেয়েছে ১১টি আসন। পিএমএল–এন পেয়েছে ৯টি আসন। জেইউআই-এফ পেয়েছে ৯টি আসন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button