পূর্বাঞ্চলে রাতভর বিরামহীন গোলাবর্ষণ রাফায় আরও বড় হামলার প্রস্তুতি ইসরায়েলের
ফিলিস্তিনের গাজার রাফার পূর্বাঞ্চলে গত বুধবার রাতভর বিরামহীন গোলাবর্ষণ করেছে ইসরায়েল। অস্ত্রের চালান বন্ধে যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে আরও বড় ধরনের হামলা চালাতে সীমান্তে বিপুলসংখ্যক ট্যাংকসহ যুদ্ধসরঞ্জাম ও সেনা জড়ো করছে দেশটি।
এদিকে গাজায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ৩৪ হাজার ৯০৪ জন নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের ৭০ শতাংশই শিশু ও নারী।
রাফার পূর্বাঞ্চলে রাতভর বিরামহীন হামলার পর বৃহস্পতিবার সকালে সেখানকার কুয়েত বিশেষায়িত হাসপাতালে তিনটি মরদেহ নিয়ে আসা হয়। ব্যাগ থেকে মরদেহগুলো বের করতেই দেখা যায় এক শিশুর নিথর দেহ।
গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় এখন শুধু কুয়েতি হাসপাতালই পুরোপুরি সচল রয়েছে। গাজার দক্ষিণের হাসপাতাল সচল রাখতে মাত্র তিন দিনের জ্বালানি অবশিষ্ট আছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
রাফার পশ্চিমাঞ্চলেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার তাল আল-সুলতান এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় চারজন নিহত হন। আহত হন ২৫ জন। কুয়েতি হাসপাতাল এ কথা জানিয়েছে।
ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর যোগাযোগ কর্মকর্তা লুইস ওয়াটারিজ বলেন, গত ২৪ ঘণ্টায় রাফায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যা ওই এলাকায় গত দুই সপ্তাহে চালানো হামলার সমান।
রাফার পূর্বাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে গত সোমবার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। ওই দিন রাতেই সেখানে ঢুকে পড়ে ইসরায়েলি ট্যাংক। পরদিন মিসর সীমান্তবর্তী রাফা ক্রসিং দখলে নেয় ইসরায়েলি বাহিনী। এতে বাকি বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় অবরুদ্ধ গাজা।
এ ছাড়া টানা চতুর্থ দিনের মতো গতকালও বন্ধ ছিল গাজার ইসরায়েল সীমান্তবর্তী কারেম সালেম ক্রসিং। সেখানে জর্ডানের পাঠানো ত্রাণবহর আটকে দিয়েছে ইসরায়েলি বিক্ষোভকারীরা। রাফা ও কারেম সালেম ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় গাজায় বাইরে থেকে সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
এদিকে ইসরায়েলি বাহিনীর হামলার মুখে মরিয়া হয়ে রাফা ছাড়ছেন বাসিন্দারা। রাফার পূর্বাঞ্চলের কিছু এলাকা পুরোপুরি জনশূন্য হয়ে পড়েছে। সোমবার থেকে প্রায় ৭৯ হাজার ফিলিস্তিনি রাফা ছেড়ে গেছেন বলে ইউএনআরডব্লিউএ জানিয়েছে।
অস্ত্রের চালান বন্ধের হুমকি বাইডেনের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল যদি রাফায় বড় ধরনের অভিযান চালায়, তাহলে তিনি দেশটিতে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন। বুধবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মিত্র ইসরায়েলকে এই হুঁশিয়ারি দেন তিনি।
গাজা যুদ্ধ শুরুর পর বাইডেন এই প্রথম প্রকাশ্যে সরাসরি ইসরায়েলকে সতর্ক করলেন। বাইডেন স্বীকার করেন, গাজায় বেসামরিক মানুষ হত্যায় মার্কিন অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল।
রাফায় বড় ধরনের সামরিক অভিযান চালাতে ইসরায়েলের প্রস্তুতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে মার্কিন বোমার একটি বড় চালান স্থগিত করা হয়। ওই ঘটনার পর এবার বাইডেনের কাছ থেকে নতুন হুঁশিয়ারি এল।
এদিকে বাইডেনের হুঁশিয়ারি সত্ত্বেও গাজায় বড় ধরনের অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাফা সীমান্তবর্তী এলাকায় বিপুলসংখ্যক ট্যাংক ও সাঁজোয়া যান জড়ো করেছে ইসরায়েলি বাহিনী।