International
প্লেন বিধ্বস্ত, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু
সুদানে একটি বেসামরিক প্লেন বিধ্বস্তের ঘটনায় নয়জন নিহত হয়েছে। তবে প্লেনে থাকা এক কন্যাশিশু অলৌকিকভাবে বেঁচে গেছে।
দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। সুদানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সুদানের পূর্বাঞ্চলে অবস্থিত পোর্ট সুদান আন্তর্জাতিক বিমানবন্দরে কারিগরি ত্রুটির কারণে আন্তনভ প্লেনটি বিধ্বস্ত হয়। এতে চার সেনা কর্মকর্তাসহ নয়জন নিহত হয়। তবে প্লেনে থাকা এক কন্যাশিশু অলৌকিকভাবে বেঁচে গেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, প্লেনটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে যায়।