Bangladesh

বাংলাদেশিদের বিদেশ ভ্রমণ প্রবণতা বেড়েছে দ্বিগুণ

বাংলাদেশিদের মধ্যে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে বিদেশভ্রমণের প্রবণতা ১৯৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে ভিসা পরিষেবা বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল। গতকাল সোমবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে ভিসার আবেদন ২০২৩ সালেও শক্তিশালী অবস্থানে ছিল। বাংলাদেশ থেকে ২০২৩ সালের ভিসা আবেদনের পরিমাণ ২০২২ সালের তুলনায় ১৯৫ শতাংশ বেড়েছে।

২০২৩ সালে ভিসা আবেদনের পরিমাণ ২০১৯ সালের করোনা প্রাক-মহামারি সময়ের তুলনায় দ্বিগুণ বেড়েছে।

ভিএফএস গ্লোবালের বাংলাদেশ প্রধান শান্তনু ভট্টাচার্য বলেন, ‘২০২২ সালে আমরা বাংলাদেশ ও সমগ্র দক্ষিণ এশিয়া থেকে অনন্য চাহিদা লক্ষ করেছি। ডিসেম্বর পর্যন্ত স্থিতিশীল ভিসা আবেদনের পাশাপাশি একটি দুর্দান্ত ভ্রমণ মৌসুম তৈরি হয়েছিল। আমরা নির্বিঘ্ন, নিরাপদ, প্রযুক্তিগত ও নির্ভরযোগ্য সমাধানের মাধ্যমে ব্যতিক্রমী গ্রাহক পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’ 

ভিএফএস গ্লোবাল ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশের ১৬টি ক্লায়েন্ট সরকারকে সেবা দিয়ে আসছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button