USA

বাইডেনের জনপ্রিয়তায় ভয়াবহ ধস

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তায় ভয়াবহ ধস নেমেছে। নতুন এক জরিপে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সীমান্ত সঙ্কট সামাল দিতে তার ব্যর্থতার বিষয়টি প্রকটভাবে ফুঠে ওঠেছে।

যুক্তরাষ্ট্রের মনমথ ইউনিভাসিটির নতুন জরিপে দেখা যায়, অভিবাসী সঙ্কট সামাল দিতে বাইডেনের পদক্ষেপের প্রতি সমর্থন দিয়েছে মাত্র ২৬ ভাগ আমেরিকান। আর ৭১ ভাগই বাইডেনের বিপক্ষে মত প্রকাশ করেছে।

আর দলীয় বিবেচনায় ডেমোক্র্যাটদের ৫৪ ভাগ বলছে, তারা বাইডেনের অভিবাসী সঙ্কট সামাল দেয়ার ব্যবস্থাকে সমর্থন করছে। তবে নিরপেক্ষদের মাত্র ২১ ভাগ এবং রিপাবলিকানদের ২ ভাগ বাইডেনকে সমর্থন করছে।

জরিপে আরো দেখা যায়, প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের সামগ্রিক কর্মদক্ষতাকে সমর্থন করছে মাত্র ৩৮ ভাগ লোক। আর বিরোধিতা করছে ৫৮ ভাগ। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও একই ধরনের অবস্থায় রয়েছে। তার পক্ষে ৩৫ ভাগ, বিপক্ষে ৫৮ ভাগ।

অন্যদিকে কংগ্রেসের কর্মদক্ষতার প্রতি অনুমোদন রয়েছে মাত্র ১৪ ভাগের, নেই ৭৯ ভাগের। মাত্র ১৭ ভাগ মনে করে, দেশ সঠিক পথে এগুচ্ছে, ৬৯ ভাগ মনে করে, যুক্তরাষ্ট্র ভুল পথে রয়েছে।

কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি) গত মাসে জানিয়েছে, ডিসেম্বরে দক্ষিণাঞ্চলীয় সীমান্তে তারা ৩,০২,০০০ অভিবাসীর মুখোমুখী হয়েছে। এই প্রথমবারের মতো অভিবাসীর সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেল।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button