Bangladesh

বিক্ষিপ্ত সংঘাত সংঘর্ষে ১৩৯ উপজেলায় ভোট

গোলাগুলি, সংঘাত-সংঘর্ষ, ব্যালট বাক্স লুট, ভোটগ্রহণ স্থগিত ও প্রিজাইডিং অফিসার আটকসহ নানা ঘটনায় শেষ হয়েছে প্রথম ধাপের উপজেলা নির্বাচন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের এ ধাপে ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে বরাবরের মতো এবারও ভোটারবিমুখ দেখা যায় কেন্দ্রগুলোতে। ভোটার উপস্থিতি ছিল অনেক কম। নির্বাচন কমিশন জানিয়েছে ৩৭টি অনাকাঙ্ক্ষিত ঘটনায় ৩৪ জনকে আটক করা হয়েছে। বিকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সারা দেশে ৩৪টি ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ২৫ জন এবং আটক হয়েছেন ৩৭ জন। তবে এর কোনোটিই ভোটকেন্দ্রের ভেতরে ঘটেনি। সব সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়া ভোটকেন্দ্রের বাইরে ঘটেছে। প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সতর্ক ছিল। 

এই নির্বাচনে ১৩৯ উপজেলার ২২টিতে ইভিএম-এ এবং বাকিগুলোতে ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে এক হাজার ৬৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান পদে ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন রয়েছেন। 

বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে মাদারীপুর সদর উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে আতঙ্ক বিরাজ করে ভোটারদের মাঝে। নির্বাচনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানের ছেলে আসিফ খান এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান প্রতিদ্বন্দ্বিতা করেন। সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ভোটভর্তি ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বুধবার বিকাল পৌনে ৪টার দিকে কেন্দ্রটি থেকে চারটি ব্যালট বাক্স ছিনতাইয়ের পর ভোটগ্রহণ স্থগিত করেন প্রিজাইডিং অফিসার জিনা চাকমা। এর আগে কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে সকাল ১০টার পর থেকে একই উপজেলার যতীন্দ্র কারবারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেয় কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার। 

মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু ও তার সমর্থকরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। আহত হন দুই পুলিশ সদস্য। আহতরা হলেন, সাদ্দাম হোসেন ও মো. শামীম। অন্য আরেকটি কেন্দ্রেও ইউপি চেয়ারম্যানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গুলিবিনময় হয়। অভিযুক্ত মনিরুল হক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আনারস প্রতীকের প্রার্থী আমিরুল ইসলামের সমর্থক। এছাড়াও পুলিশকে মারধরের ভিডিও করায় সাংবাদিকদের ওপরও হামলা হয় এ এলাকায়। এতে মানবজমিন’র মুন্সীগঞ্জ প্রতিনিধি গোলজার হোসেনসহ আরও ৭ সাংবাদিক আহত হন।

ওদিকে বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে ৯০০টি ব্যালট পেপার বাইরে থেকে সিল মেরে বাক্সে ঢোকানোর সময় প্রিজাইডিং অফিসার ও এক প্রার্থীর এজেন্টকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মাঝপাড়া কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটক প্রিজাইডিং কর্মকর্তার নাম শাহজাহান আলী। আর ওই এজেন্টের নাম এরশাদ আলী। এরশাদ আনারস প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রফি নেওয়াজ খানের এজেন্ট।

এদিকে সিরাজগঞ্জে ভোটকেন্দ্র থেকে ৯৪ হাজার টাকাসহ এক ইউপি চেয়ারম্যানকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। দুপুরে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে জহুরুল ইসলাম নামে ওই চেয়ারম্যানকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। বলেন, ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছিলেন ইউপি চেয়ারম্যান। এ সময় তাকে টাকাসহ হাতেনাতে আটক করা হয়। 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকদের জালভোট দিতে না দেয়ায় পোলিং অফিসারকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। 
চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলা নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা, হুমকি-ধমকির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে- আবু সিদ্দীক নামে এক প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্য)কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনের একটি কেন্দ্রে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে জাল ভোট দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে স্থানীয় ভোটাররা ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের ধাওয়া দিলে উত্তেজনা দেখা দেয়। বেলা ১টার দিকে দলদলি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনার পর কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। বিকাল পৌনে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ বন্ধ থাকে। 

সুনামগঞ্জের শাল্লায় ছব্বিশা গ্রাম থেকে বুধবার রাতে টাকা বিতরণের অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসার অপু মাস্টারসহ ৪ জনকে গ্রামবাসী আটক করে পুলিশে দিয়েছে। এই নিয়ে রাত থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। সকাল সাড়ে ১০টায় ছব্বিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘোড়া বনাম আনারস প্রতীকের সমর্থকরা ভোট দেয়া নিয়ে সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হয়। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে বলেন, দুইপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। 

ওদিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের দায়িত্বে থাকা মোহাম্মদ নূরউদ্দিন (৫৫) নামের এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। নূরউদ্দিন হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তিনি উপজেলার ১১ নম্বর ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন।

দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাচ্চামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এ সময় একজন আহত হন। আহত আজম আলী চিংড়ি প্রতীকের প্রার্থীর সমর্থক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুব হাসান বলেন, সকাল ১০টা ৩০ মিনিটের দিকে মাথায় আঘাত নিয়ে একজন আমাদের এখানে আসে। তার মাথায় ৫ থেকে ৬টি সেলাই পড়েছে। বতমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button