ভারত থেকে ৪১ কূটনীতিক প্রত্যাহার কানাডার
কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যার ঘটনায় উত্তেজনার মধ্যে সম্প্রতি ৪১ জন কানাডিয়ান কূটনীতিক ভারত ত্যাগ করেছেন।
ভারত দুই সপ্তাহ আগে কানাডাকে তার কয়েক ডজন কূটনৈতিক কর্মীদের প্রত্যাহার করতে বলেছিল এবং তারা যদি থেকে যায় তবে তাদের কূটনীতিক সুবিধা অপসারণের হুমকি দিয়েছিল। কানাডার কর্মকর্তারা এই হুমকিকে “আন্তর্জাতিক আইনের লঙ্ঘন” বলে অভিযোগ করেছেন।
গত ১৮ জুন হরদীপ সিং নিজার হত্যাকাণ্ডের পিছনে কানাডা ভারতকে দায়ী করার পরে সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়েছে। ভারত অভিযোগ অস্বীকার করে একে “অযৌক্তিক” বলে দাবি করেছে।
বৃহস্পতিবার, কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি নিশ্চিত করেছেন যে অনেক কানাডিয়ান কূটনীতিক এবং তাদের পরিবার এখন ভারত ছেড়েছেন। তিনি বলেন, ভারত ২০ অক্টোবর থেকে ‘২১ জন কূটনীতিক ব্যতীত সকলের’ কূটনীতিক সুবিধা ‘একতরফাভাবে বাতিল হবে’।