Science & Tech

ম্যাট ৬০ প্রো: হুয়াওয়ের যে স্মার্টফোনে মাথা ঘুরছে যুক্তরাষ্ট্রের

সম্প্রতী ম্যাট ৬০ প্রো নামের একটি শক্তিশালী ফোন বাজারে এনেছে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। এই স্মার্টফোনের বিষয়ে আরো তথ্য তলব করেছে মার্কিন প্রশাসন।

উন্নত চিপের এই ফোনটিতে আছে স্যাটেলাইট কলিং সুবিধাও।  হুয়াওয়ের এই ফ্ল্যাগশিপ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে চীনে তৈরি ফাইভজি কিরিন ৯০০০ প্রসেসর। নিরাপত্তা ঝুঁকিসহ নানা অভিযোগ এনে হুয়াওয়ের কাছে চিপ বিক্রি নিষিদ্ধ করেছিল যুক্তরাষ্ট্র। কানাডাতেও নানা রকমের তোপের মুখে পড়ে কোম্পানিটি। ফলে হুয়াওয়ের ব্যবসাতেও ধস নামে। তবে সম্প্রতী আবার নতুন নতুন ফোন বাজারে এনে ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছে হুয়াওয়ের। আর তাতেই যুক্তরাষ্ট্র অস্থির হয়ে কোম্পানিটির শক্তির পেছনের কারণ খুঁজতে ব্যস্ত হয়ে পড়ছে। 

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়েছেন, কীভাবে সেমিকন্ডাক্টর রফতানির মার্কিন বিধি-নিষেধ পাশ কাটিয়ে এই কাণ্ড ঘটানো হচ্ছে সে বিষয়ে আরো তথ্য দরকার। 

২০১৯ সালে হুয়াওয়ের কাছে সফটওয়্যার ও বিভিন্ন উপকরণ বিক্রি নিষিদ্ধ করেছে মার্কিন সরকার। এছাড়াও হুয়াওয়ের সাথে ব্যবসা করে এমন প্রতিষ্ঠানের কাছেও মার্কিন কোম্পানির তৈরি করা চিপ বিক্রিতে বিধি-নিষেধ আরোপ করা হয়। 

যদিও এ বিষয়ে হুয়াওয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে বিশেষজ্ঞরা বলছেন, হুয়াওয়ের এই ফিরে আসা চীনের জন্য খুবই ইতিবাচক। সাথে তারা হুয়াওয়ের ফাইভজি ফোন বানানোর উপকরণ পাওয়ার উৎস নিয়ে প্রশ্ন তুলছেন।

গত মাসে হুয়াওয়ে ম্যাট ৬০ প্রো ফোনটি বাজারে আনে। তাতে চীনের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল কর্পোরেশনের তৈরি ৭ ন্যানোমিটারের একটি চিপ সেট ব্যবহার করা হয়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button