লন্ডন এক্সচেঞ্জ বিপর্যস্ত করার ষড়যন্ত্র, গ্রেফতার ৬
লন্ডন স্টক এক্সচেঞ্জকে বিপর্যস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত এমন অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। অভিযুক্তদের রোববার লন্ডন, লিভারপুল এবং ব্রাইটন শহর থেকে গ্রেফতার করা হয়।
পুলিশের কাছে তথ্য ছিল যে, ‘প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের’ কিছু কর্মী সোমবার লন্ডন স্টক এক্সচেঞ্জ বিপর্যস্ত বা ব্যাহত করার টার্গেট করেছে। ষড়যন্ত্রকারীরা স্টক এক্সচেঞ্জের বাণিজ্যিক ভবনের ক্ষতি করার পরিকল্পনা করছে। গ্রেফতারকৃত ছয়জনই বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
পুলিশ সুপার সিয়ান থমাস বলেছেন: মেট্রোপলিটন পুলিশের জন্য এটি একটি উল্লেখযোগ্য অভিযান। আমরা বিশ্বাস করি যে, এই ষড়যন্ত্রকারী দলটি একটি ভয়াবহ হামলার জন্য প্রস্তুত ছিল। এটি সফলভাবে সম্পন্ন হলে স্টক এক্সচেঞ্জের গুরুতর ক্ষতি হতে পারত। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন, তিন পুরুষ ও তিন নারী। তাদের সকলের বয়স ২৩ থেকে ৩১ বছরের মধ্যে।