International

সরাসরি সম্প্রচার চলাকালে টেলিভিশন স্টুডিওতে ঢুকে পড়ল বন্দুকধারীরা

ইকুয়েডরে একটি টেলিভিশনে গতকাল মঙ্গলবার সরাসরি সম্প্রচার চলাকালে স্টুডিওতে ঢুকে পড়ে কয়েকজন বন্দুকধারী। এ সময় ওই অনুষ্ঠানের কর্মীদের মেঝেতে শুয়ে ও বসে পড়তে বাধ্য করে তারা। শোনা যায় গুলির শব্দও। একপর্যায়ে সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়।

দেশটির গুয়াইকিল শহরে টিসি নামের ওই টেলিভিশন স্টেশনে রুদ্ধশ্বাস এ ঘটনা ঘটে। এক দুর্ধর্ষ অপরাধী কারাগার থেকে পালিয়ে যাওয়ার পর ৬০ দিনের জরুরি অবস্থা জারির পরদিন এমন ঘটনা ঘটল।

প্রায় আধা ঘণ্টা পর পুলিশ সদস্যদের ওই স্টুডিওতে ঢুকতে দেখা যায়। এ সময় একজনকে বলতে শোনা যায়, তাঁদের এক সহকর্মী আহত হয়েছেন। পরে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ওই টেলিভিশন স্টেশন থেকে কর্মীদের সরিয়ে আনা হয়েছে। সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

দক্ষিণ আমেরিকার দেশটির দুর্ধর্ষ মাদক চক্র লস ক্রোনেরসের হোতা হোসে অ্যাডলফো মাসিয়াস গত রোববার কারাগার থেকে পালিয়ে যায়। ৪৪ বছর বয়সী মাসিয়াস ‘ফিতো’ নামেও পরিচিত। মাদক পাচার, খুনসহ সংঘবদ্ধ অপরাধের দায়ে তার ৩৪ বছরের সাজা হয়েছে।

পরদিনই মাদক চক্রের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া। ঘোষণা করেন ৬০ দিনের জরুরি অবস্থা এবং রাত্রিকালীন কারফিউ।

গত বছরের নভেম্বরে প্রেসিডেন্টের দায়িত্ব নেন তরুণ ব্যবসায়ী ও রাজনীতিক নোবোয়া। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নিজের প্রত্যয়ের কথা জানান তিনি। এরপর এটাই নোবোয়ার সবচেয়ে কঠোর পদক্ষেপ।

বাঁচার আকুতি

বন্দুক ও গ্রেনেড নিয়ে হামলাকারীরা বন্দরনগরী গুয়াইকিলের টেলিভিশন স্টেশনটির সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে ঢুকে পড়লে রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়। এ সময় গুলির শব্দের মধ্যেই এক নারীকে আকুতি জানিয়ে বলতে শোনা যায়, ‘গুলি করবেন না, দয়া করে গুলি করবেন না।’

হোয়াটসঅ্যাপে খুদে বার্তায় টিসি টেলিভিশনের এক কর্মী এএফপিকে বলেন, ‘দয়া করুন। তাঁরা আমাদের হত্যা করতে এসেছেন। ঈশ্বর, এটা যেন না হয়। অপরাধীদের সরাসরি সম্প্রচারে দেখা যাচ্ছে।’

এর আগে দিনের শুরুতে বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটায় অপরাধী চক্র। কয়েকজন পুলিশ কর্মকর্তাকেও অপহরণ করা হয়। উপকূলীয় শহর মাচালা, রাজধানী কুইটো ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ লস রিয়সে এসব ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বসে থাকা অপহৃত পুলিশ কর্মকর্তাদের দিকে বন্দুক তাক করে রাখা হয়েছে। তাঁদের একজনকে দিয়ে প্রেসিডেন্টের উদ্দেশে একটি লিখিত বক্তব্য পড়ানো হয়। এতে লেখা ছিল, ‘আপনি যুদ্ধ ঘোষণা করেছেন, আপনি যুদ্ধই পাবেন।’

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button