দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার, ১৪৪ ধারা জারি
ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ ঘটনায় মুখ্যমন্ত্রীর বাসভবনের আশপাশের এলাকায় জারি করা হয়েছে ১১৪ ধারা।
বৃহস্পতিবার রাত ৯টা দিকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, সন্ধ্যা ৭টার দিকে তার বাড়িতে পৌঁছায় ইডি। দুই ঘণ্টা তল্লাশি শেষে বাজেয়াপ্ত করা হয় তার মোবাইলফোন। মদ নীতি কেলেঙ্কারির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৯ বার তলব করার পরেও হাজিরা না দেয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ইডি।
শুক্রবার পিএমএলএ আদালতে হাজির করানো হবে আম আদমি পার্টির প্রধানকে।
দিল্লির মন্ত্রী ও আম আদমি পার্টির নেত্রী অতিশি জানিয়েছেন, গ্রেফতার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন। তিনি জেলে বসেই সরকার চালাবেন।
অতিশি বলেন, কেজরিওয়ালকে গ্রেফতারের বিষয়টি মোদি ও বিজেপির একটি ষড়যন্ত্র। দুই বছর আগে মদ নীতি কেলেঙ্কারির মামলার তদন্ত শুরু হয়। আম আদমি পার্টির এক হাজার নেতাদের বিরুদ্ধে ইডি ও সিবিআই এক হাজারের বেশি অভিযান চালিয়েও একটি অর্থও পায়নি।
এ মামলায় বিআরএস নেত্রী কবিতাকে কয়েক দিন আগেই গ্রেফতার করে ইডি। বর্তমানে আদালতের নির্দেশে ইডি হেফাজতে রয়েছেন তিনি। কবিতা ছাড়াও এই মামলায় এখন পর্যন্ত আম আদমি পার্টির দুই প্রবীণ নেতা সিসৌদিয়া এবং আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহ গ্রেফতার হয়েছেন। রয়েছেন তিহাড় জেলে। অভিযোগ ওঠে, দিল্লি সরকারের ২০২১-২২ সালের আবগারি নীতি বেশ কিছু মদ ব্যবসায়ীকে সুবিধা করে দিচ্ছিল। এই নীতি প্রণয়নের জন্য যারা ঘুষ দিয়েছিলেন, তাদের সুবিধা করে দেয়া হচ্ছিল। আপ সরকার সেই অভিযোগ মানেনি। সেই নীতি যদিও পরে খারিজ করা হয়।