International
চীনে ১৬ দেশের মধ্যে জ্বালানি চুক্তি স্বাক্ষরিত
গতকাল (শনিবার) শাংহাইয়ে ষষ্ঠ চীন আন্তর্জাতিক আমদানি মেলায় চীনের ‘সিনোপেক ফোরাম’ অর্থাৎ চীনের সিনোপেক বাণিজ্যিক দলের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়।
ফোরামের প্রতিপাদ্য বিষয় হল ‘উন্মুক্ত সহযোগিতা, জ্বালানির রূপান্তর জোরদার করা’। এতে বিশ্বের জ্বালানি খাতের রূপান্তর এবং সহযোগিতাকে কেন্দ্র করে সবুজ ও নিম্ন কার্বন নির্গমন উন্নয়নের পথ নিয়ে আলোচনা করা হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিনোপেক ১৬টি দেশ ও অঞ্চলের ৩৮টি সহযোগী অংশীদারের সঙ্গে ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে। যার মোট পরিমাণ ৪০.৩ বিলিয়ন মার্কিন ডলার।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রথম সিআইআইই আয়োজনের পর থেকে এ পর্যন্ত মোট ২৪৪ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে সিনোপেক।