Bangladesh

নির্বাচন নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নিজস্ব ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে আরও বলা হয়েছে, নির্বাচনের দিন অর্থাৎ ৭ জানুয়ারি দূতাবাসে পাবলিক সার্ভিস বন্ধ থাকবে। এদিন যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে চোখ মুখ খোলা রাখার পরামর্শ দেয়া হয়েছে। বলা হয়েছে, যদিও নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে মনে হচ্ছে তবু সংঘর্ষ এবং সহিংসতা হতে পারে। কোনো রকম পূর্বাভাস বা সতর্কতা ছাড়াই নির্বাচনের দিন, নির্বাচনের সময়টাতে এবং পরের কয়েক সপ্তাহ সহিংসতা হতে পারে। তাই যেকোনো লোকসমাগমের স্থানে সতর্কতা চর্চা করতে মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, আপনাদেরকে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা রিভিউ করা উচিত। চারপাশের পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকতে হবে। তা হতে পারে স্থানীয় ইভেন্ট। আপডেটগুলো জানতে মনিটরিং করতে হবে স্থানীয় সংবাদ মাধ্যমকে।

এতে বলা হয়, বাংলাদেশে বসবাসকারী, কর্মে যুক্ত এবং ভ্রমণে থাকা মার্কিন নাগরিকদেরকে কঠোর নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করতে হবে। চলাচল এবং ভ্রমণের ক্ষেত্রে বিধিনিষেধগুলো অনুসরণ করতে হবে। প্রতিবাদ বিক্ষোভ বা গণঅসন্তোষ চলাকালে এইসব ভ্রমণে বিধিনিষেধ আরও বৃদ্ধি করা হতে পারে।
এদিকে গত ৪ জানুয়ারি বিদেশি বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে ভোটের সর্বশেষ পরিস্থিতি ব্রিফ করেছে নির্বাচন কমিশন। ব্রিফিংয়ে চীন, রাশিয়া, জাপানসহ পশ্চিমা বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত অংশ নিলেও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যাননি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button