International

ইতিহাসের উষ্ণতম দিন দেখল বিশ্ব

২০২৩ সালের জুন মাস চিহ্নিত হয়েছে বিশ্বের রেকর্ডকৃত ইতিহাসের উষ্ণতম জুন হিসেবে।এখন সারা বিশ্বে তাপপ্রবাহ চলছে

রেকর্ডকৃত ইতিহাসের উষ্ণতম দিন দেখল বিশ্ব। দিনটি ছিল গত সোমবার (৩ জুলাই)। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন এ তথ্য জানিয়েছে।

মার্কিন আবহাওয়াবিদদের নেয়া প্রাথমিক পরিমাপ অনুসারে প্রথমবারের মতো বিশ্বের গড় উষ্ণতা গত সোমবার (৩ জুলাই) ১৭ ডিগ্রি সেলসিয়াস (৬২.৬ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়েছে। আগের গড় উষ্ণতার রেকর্ড অতিক্রম করায় সোমবার ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণতম দিন। মঙ্গলবার তারা একথা জানান।

তাপমাত্রার রেকর্ড রাখা শুরুর পর থেকে এযাবৎকালের মধ্যে ৩ জুলাই বৈশ্বিক গড় তাপমাত্রা ১৭ দশমিক শূন্য ১ ডিগ্রি সেলসিয়াস বা ৬২ দশমিক ৬২ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়।

সর্বোচ্চ বৈশ্বিক গড় তাপমাত্রার আগের রেকর্ডটি ২০১৬ সালের আগস্টের এক দিন হয়েছিল। সে সময় বৈশ্বিক গড় তাপমাত্রা উঠেছিল ১৬ দশমিক ৯২ সেলসিয়াস বা ৬২ দশমিক ৪৬ ফারেনহাইট। রেকর্ডটি গত সোমবার ভেঙে গেল।

এখন সারা বিশ্বেই তাপপ্রবাহ চলছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল সাম্প্রতিক সপ্তাহগুলোতে একটি তীব্র ‘তাপ গম্বুজের’ প্রভাবের মধ্য দিয়ে যাচ্ছে।

চীনে একটি স্থায়ী তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। দেশটিতে এখন ৩৫ ডিগ্রি সেলসিয়াসের (৯৫ ফারেনহাইট) ওপরে তাপমাত্রা থাকছে।

উত্তর আফ্রিকায় ৫০ ডিগ্রি সেলসিয়াসের (১২২ ফারেনহাইট) কাছাকাছি তাপমাত্রা বিরাজ করছে।

অ্যান্টার্কটিকায় এখন শীতকাল চলছে। তা সত্ত্বেও এলাকাটিতে অস্বাভাবিক তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

যুক্তরাজ্যের ইম্পিরিয়াল কলেজ লন্ডনের গ্রান্থাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য এনভায়রনমেন্টের জলবায়ুবিজ্ঞানী ফ্রেডরিক অটো বলেন, মাইলফলকটি উদ্‌যাপনের বিষয় নয়। এটা মানুষ ও বাস্তুতন্ত্রের জন্য একটা মৃত্যুদণ্ড।

উচ্চ তাপমাত্রার জন্য এল নিনোর আবির্ভাবের সঙ্গে জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিজ্ঞানীরা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button