International

ইসরায়েলের ৬০ সংস্থাকে সন্ত্রাসীর তালিকাভুক্ত করেছে আরব লিগ

আরব লিগ ৬০ ইসরায়েলি সংস্থা ও উগ্রপন্থি বসতি স্থাপনকারী দলকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে। তাদের বিরুদ্ধে আল আকসা প্রাঙ্গণ জবরদখল এবং পশ্চিম তীরে বসতি স্থাপন করার অভিযোগ থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে আরব দেশগুলোর সংগঠনটি।

একই বৈঠক থেকে ২২ ইসরায়েলি ব্যক্তির বিরুদ্ধেও ফিলিস্তিনি মানুষের ওপর গণহত্যার অভিযোগ এনেছে আরব লিগ। এবার তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় যেতে চায় সংস্থাটি। আর ইসরায়েলকে বসতি স্থাপন ও আগ্রাসনের কাজে সহায়তা করা ৯৭টি কোম্পানিকেও বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে আরব লিগের নেতারা। লিগভুক্ত দেশগুলো এ সিদ্ধান্ত কার্যকর করতে চূড়ান্ত ব্যবস্থা নেবে। 

গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ২৯ হাজার মানুষের প্রাণ গেছে। বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। খাবার ও সুপেয় পানির অভাবে ভুগছেন অনেকে। এর মাঝেই জাতিসংঘে ফিলিস্তিনি সহায়তা বিষয়ক তহবিলে সাহায্য দেয়া বন্ধ করে দিয়েছে বেশ কয়েকটি মার্কিন মিত্র দেশ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button