Trending
চীনের আন্তর্জাতিক আমদানি মেলায় অংশ নেবে ২০০টি শীর্ষ শিল্প-প্রতিষ্ঠান
আগামী নভেম্বরে শাংহাই নগরীতে অনুষ্ঠেয় চীনের সপ্তম আন্তর্জাতিক আমদানি মেলায় অংশ নেবে বিশ্বের শীর্ষ ৫০০টি শক্তিশালী শিল্প-প্রতিষ্ঠানের প্রায় ২০০টি।
গতকাল (বৃহস্পতিবার) চীনের আন্তর্জাতিক আমদানি মেলা ব্যুরো সূত্রে জানা গেছে, এ মেলার প্রদর্শন এলাকার আয়তন হবে ২ লাখ ৪০ হাজার বর্গমিটারেরও বেশি।
ব্যুরোর উপপ্রধান উ চেং পিং বলেন, সপ্তম আন্তর্জাতিক আমদানি মেলার প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে এবং এ মেলায় অংশ নিতে বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলের আগ্রহ থেকে বোঝা যায়, চীনের অর্থনীতির ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায় আশাবাদী।
তিনি জানান, গত ৬ বছরে চীনের আন্তর্জাতিক আমদানি মেলায় ৮০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়, যারা গুণগত-মান উন্নয়নের প্রাণশক্তি যুগিয়েছে এবং মেলার ব্যবসায়ীরা পুঁজি বিনিয়োগকারীতে পরিণত হয়েছে।