Science & Tech
চীন নতুন পর্যবেক্ষণ স্যাটেলাইট পাঠিয়েছে মহাকাশে
চীন সাফল্যের সঙ্গে ইউনহাই-৩ ০২ স্যাটেলাইট পাঠিয়েছে মহাকাশে।
বুধবার স্থানীয় সময় সকালে ৬ টা ৫১ মিনিটে উত্তর চীনের শানসি প্রদেশের থাইইউয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-৬ ক্যারিয়ার রকেটের পরিবর্তিত সংস্করণ দিয়ে এটি উৎক্ষেপণ করা হয়।
স্যাটেলাইটটি পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে। এটি বায়ুমণ্ডলীয় ও সামুদ্রিক পরিবেশ জরিপ, মহাকাশ পরিবেশ পর্যবেক্ষণ, দুর্যোগ প্রতিরোধ ও হ্রাস এবং বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ব্যবহার করা হবে।
এটি ছিল লং মার্চ সিরিজ ক্যারিয়ার রকেটের ৫১৪তম মিশন।