USA

টেক্সাসে দাবানলে ১০ লাখ একর বন পুড়ে ছাই

নিজেদের ইতিহাসে বৃহত্তম দাবানলের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য। এতে এরই মধ্যে ১০ লাখ একর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে, মারা গেছেন অন্তত দুজন। ভয়াবহ আগুন মোকাবিলায় হিমশিম খাচ্ছে স্থানীয় জরুরি সেবা সংস্থাগুলো। খবর এএফপির।
টেক্সাস এঅ্যান্ডএম ফরেস্ট সার্ভিস শনিবার জানিয়েছে, টেক্সাস প্যানহ্যান্ডেল নামে পরিচিত রাজ্যের উত্তরাঞ্চলজুড়ে পাঁচটি বড় দাবানল চলছে। অসময়ের উষ্ণ শীত এবং প্রচ- বাতাস আগুনকে আরও বাড়িয়ে দিচ্ছে। সংস্থাটি জানিয়েছে, সবচেয়ে বড় স্মোকহাউস ক্রিক দাবানলটি শুরু হয়েছিল গত সোমবার। এটি রেকর্ড ১০ লাখ ৭৫ হাজার একরজুড়ে ছড়িয়ে পড়েছে এবং এর মাত্র তিন শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। স্মোকহাউস ক্রিক আরেকটি দাবানলের সঙ্গে মিশে যাওয়ায় সেটি এখন রাজ্যের সর্ববৃহৎ দাবানলে পরিণত হয়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button