USA

বুধবার ফ্লোরিডায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

স্যাটেলাইট চিত্রে কিউবা ও ফ্লোরিডার পশ্চিম উপকূলের দিকে যাওয়া গ্রীষ্মমন্ডলীয় ঝড় ইডালিয়া।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার এনএইচসির পূর্বাভাস বলছে, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ইডালিয়া ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বুধবার দিনের শেষ ভাগে ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হানতে পারে। উপকূলীয় এলাকা থেকে মানুষজনকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড় অর্থ হচ্ছে, বাতাসের গতিবেগ ঘণ্টায় অন্তত ১৭৯ কিলোমিটার হতে পারে।

এনএইচসি বলছে, প্রায় ৩২ লাখ মানুষ বাসের টাম্পা বে এলাকায় ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। পানির উচ্চতা আট থেকে ১২ ফুট হতে পারে। ফ্লোরিডার অন্য এলাকা ও জর্জিয়া রাজ্যের দক্ষিণাঞ্চলেও বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে এনএইচসি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলার পর ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস কেন্দ্রীয় ত্রাণ সহায়তা সমন্বয়ের জন্য ফ্লোরিডায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা ফেমা ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে বলেও হোয়াইট হাউস জানিয়েছে।

এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে ডিস্যান্টিস বাসিন্দাদের সতর্ক করে বলেন, “ইডালিয়া ঘূর্ণিঝড় ‘বড় প্রভাব’ ফেলতে পারে। তাই আপনাদের যা করার আছে করুন। আপনাদের কাছে আজও সময় আছে। আগামীকালেরও বেশির ভাগ সময় আছে।” জনগণকে উপকূলীয় এলাকা ছেড়ে উঁচু ভূমিতে চলে যাওয়ার পরামর্শ দেন এই গভর্নর।

অন্যদিকে ফ্লোরিডার দিকে ছুটে যাওয়ার পথে ইডালিয়ার প্রভাবে কিউবার সবচেয়ে পশ্চিমাংশে ভারি বৃষ্টিপাত হয়েছে। ওই এলাকায় তামাক উৎপাদিত হয়ে থাকে। মাত্র এক বছর আগে আঘাত হানা ইয়ান ঘূর্ণিঝড়ের ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি এলাকাটি। ওই ঘূর্ণিঝড়ে অন্তত ১৫০ জন প্রাণ হারিয়েছিল।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী আরো উষ্ণ হয়ে ওঠায় ঝড়গুলোর শক্তি দিন দিন বাড়ছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button