Science & Tech

অতল নীল গহ্বরের সন্ধান

সমুদ্রের তলদেশ নিয়ে গবেষণার অন্ত নেই। এর মাধ্যমে বেরিয়ে আসছে নতুন নতুন অজানা তথ্য। এরই ধারাবাহিকতায় এবার গবেষকরা খুঁজে পেয়েছেন সাগরের তলদেশের এমন এক গভীর খাদ, যেটির শেষ পর্যন্ত পৌঁছানোই সম্ভব হয়নি। যাকে পৃথিবীর সবচেয়ে গভীরতম সিঙ্কহোল বলে চিহ্নিত করেছেন গবেষকরা। খবর সিবিএস নিউজের

তাম জা ব্লু হোল নামে ওই খাদ মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বেলিজ সীমান্তের উপকূলের কাছেই অবস্থিত। খাদটি নিয়ে এর আগে প্রকাশিত প্রতিবেদনে এটিকে এই ধরনের গর্তের দ্বিতীয় গভীরতম বলে মনে করা হয়েছিল। কিন্তু সমুদ্রবিজ্ঞান সংশ্লিষ্ট জার্নাল ফ্রন্টিয়ার্স ইন মেরিন সায়েন্সে প্রকাশিত নতুন গবেষণাপত্রে বলা হয়েছে, খাদটি আগের ধারণার চেয়ে অনেক গভীর হতে পারে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে অন্তত ১ হাজার ৩৮০ ফুট নিচ পর্যন্ত বিস্তৃত হওয়ায় খাদটি পৃথিবীর সবচেয়ে গভীরতম নীল গহ্বর।

গত বছরের ডিসেম্বরে একটি তারযন্ত্রের সঙ্গে সংযুক্ত প্রোবের সেট ব্যবহার করে গর্তটির অবিশ্বাস্য গভীরতা পরিমাপ করার চেষ্টা করে মেক্সিকোর গবেষক দলটি। গবেষণাপত্রের শেষাংশে তারা উল্লেখ করেন, এটি ‘বিশ্বের সবচেয়ে গভীরতম পরিচিত ব্লু হোল, যার নিচে এখনও পৌঁছানো যায়নি।’

দলটি আরও দেখেছে, ১ হাজার ৩১২ ফুট নিচের জলের বৈশিষ্ট্যগুলো ক্যারিবিয়ান সাগরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এটি নির্দেশ করে, গর্তটি ‘সম্ভাব্য ভূগর্ভস্থ সংযোগ’-এর মাধ্যমে সমুদ্রের সঙ্গে সংযুক্ত হতে পারে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button