Science & Tech

অদ্ভুত গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

এক অদ্ভুত গ্রহের সন্ধান পেয়েছেন একদল গবেষক। এই গ্রহ দেখে মনে হবে ‘ভেতর থেকে গলে যাচ্ছে।’

দূরবর্তী নক্ষত্র ব্যবস্থায় অবস্থিত এই গ্রহের নাম টিওআই-৬৭১৩.০১।  লাইভ সায়েন্সের একটি প্রতিবেদন অনুসারে, এটিতে অনেকগুলি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে যা অগ্ন্যুৎপাত করছে বলে মনে হয়। মহাকাশ থেকে গ্রহটি দেখলে এটি একটি জ্বলন্ত লাল আভা দিচ্ছে বলেও মনে হয়।   সংবাদমাধ্যমটি আরও জানায়, এমন গ্রহ আগে কখনও দেখা যায়নি।

গবেষকরা জানিয়েছেন, উদ্ভট গৃহের অস্তিত্ব নিশ্চিত করতে ফলোআপ পর্যবেক্ষণের প্রয়োজন হবে।

দ্য অ্যাস্ট্রোনমিক্যাল জার্নালে প্রকাশিত এক গবেষণায় গ্রহটির আবিষ্কার নথিভুক্ত করা হয়েছে। এটি পৃথিবী থেকে প্রায় ৬৬ আলোকবর্ষ দূরে একটি বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। গ্রহটি পৃথিবীর চেয়ে সামান্য বড় এবং ২.২ দিনের মধ্যে তার কক্ষপথ সম্পূর্ণ করে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button