Science & Tech

অদ্ভুত ধরনের বামন ছায়াপথের খোঁজ পাওয়া গেছে

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার হাবল স্পেস টেলিস্কোপের মাধ্যমে আমাদের মিল্কিওয়ের নিকটতম গ্যালাকটিক প্রতিবেশী অ্যান্ড্রোমিডাকে ঘিরে থাকা ৩৬টি নতুন বামন ছায়াপথের (গ্যালাক্সি) খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। বামন ছায়াপথগুলোর মধ্যে বেশ কয়েকটি একই দিকে সারিবদ্ধভাবে অবস্থান করছে, যা বেশ অস্বাভাবিক। ছায়াপথের অবস্থান সাধারণত বিশৃঙ্খল গতির ফলে ঘটে থাকে, আর তাই ছায়াপথগুলোর একই দিকে অবস্থান করার ঘটনা বেশ অস্বাভাবিক। আর তাই বিজ্ঞানী ড্যানিয়েল ওয়েইজ এই আবিষ্কারকে একটি অপ্রত্যাশিত ও আশ্চর্য ঘটনা বলে বর্ণনা করেছেন।

নতুন সন্ধান পাওয়া ছায়াপথগুলো কোনো এক বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, বড় ধরনের মহাজাগতিক সংঘর্ষ ছায়াপথগুলোর গঠনকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ অ্যান্ড্রোমিডার বামন ছায়াপথগুলো মিল্কিওয়ের ছায়াপথের তুলনায় ভিন্ন ধরনের বিবর্তনের অভিজ্ঞতা লাভ করেছে। অনুমান করা হচ্ছে, ২০০ থেকে ৫০০ কোটি বছর আগে ছায়াপথগুলো তৈরি হয়েছে। এই আবিষ্কার ছায়াপথের বিবর্তন ও অতীতের মহাজাগতিক ঘটনার প্রভাব বোঝার জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে।

বিজ্ঞানীদের তথ্যমতে, বামন ছায়াপথগুলো প্রায় ২৫ লাখ আলোকবর্ষ দূরে অবস্থিত। তবে প্রত্যাশার চেয়ে অনেক দেরিতে এসব ছায়াপথে তারা তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্রের ইউসি বার্কলে জ্যোতির্বিজ্ঞানী আলেসান্দ্রো সাভিনো বলেন, এই চলমান তারা গঠনের বিষয়টি প্রতিষ্ঠিত ভবিষ্যদ্বাণীর বিরোধিতা করছে। নতুন আবিষ্কার আমাদের মিল্কিওয়েতে একই ধরনের ছায়াপথের গঠনের অনুমানকে চ্যালেঞ্জ করছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button