অনিয়মিত অভিবাসীদের ফেরত পাঠাতে কঠোর আইন করছে ইউরোপীয় কমিশন

অনিয়মিত অভিবাসীদের ডিপোর্ট বা নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে গতিশীল করার চেষ্টা করছে ইউরোপীয় কমিশন। একটি ‘কার্যকর ইউরোপীয় প্রত্যাবাসন পদ্ধতি’ তৈরির লক্ষ্যে নতুন আইন প্রণয়নের দিকে হাঁটছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী সংস্থাটি।
জার্মান সংবাদমাধ্যম ডি ভেল্টের রবিবারের সংস্করণের দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন অভ্যন্তরীণ সম্পর্ক ও অভিবাসন বিষয়ক ইউরোপীয় কমিশনার মাগনুস ব্রুনার। তিনি বলেছেন, তিনি এমন একটি আইন প্রস্তাব করার পরিকল্পনা করছেন, যে আইন অনুযায়ী ডিপোর্টের সিদ্ধান্ত পাওয়া অভিবাসীদের অবশ্যই কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে।
যদি তারা সহযোগিতা না করে, তাহলে তাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে।
ব্রুনার আরো বলেন, এর ফলে ডিপোর্ট বা ফেরত পাঠানোর সিদ্ধান্তটি বাস্তবিকভাবেই কার্যকর করা সম্ভব হবে।
এ ছাড়া বর্তমান পরিস্থিতিতে নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত পাওয়া প্রতি পাঁচজনের মধ্যে মাত্র একজনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে ফেরত পাঠানো সম্ভব হয় বলেও জানান কমিশনার। তার মতে, এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
তিনি আরো উল্লেখ করেছেন, নিজ দেশে ফেরত পাঠানোর জন্য বিবেচিত কিছুসংখ্যক বিপজ্জনক ব্যক্তি বর্তমান ব্যবস্থার ফাঁকফোকর দিয়ে থেকে যেতে সক্ষম হয়। এরপর তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তাই নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে—এমন ব্যক্তিদের ক্ষেত্রে আরো কঠোর নীতি তৈরিরও আহ্বান রাখেন কমিশনার। বলেন, ডিপোর্টপ্রক্রিয়ার সময় এই ব্যক্তিরা যাতে পালাতে না পারে, সে জন্য তাদের আটক রাখার ব্যবস্থা নেওয়া দরকার।
কমিশনের প্রাথমিক এজেন্ডা অনুযায়ী, অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে একটি নতুন ও অভিন্ন ইউরোপীয় পদ্ধতি আগামী ১১ মার্চ প্রকাশ করা হবে।
এর আগে ২০০৮ সালে ‘ইইউ রিটার্ন ডিরেক্টিভ’ বা ‘ইইউ প্রত্যাবাসন নির্দেশিকা’ প্রণয়ন করা হয়েছিল। এই নির্দেশিকায় ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিক, যারা আইনি অধিকার ছাড়াই সদস্য দেশগুলোতে রয়েছে, তাদের নিজ দেশে ফেরত পাঠাতে একটি অভিন্ন ব্যবস্থার কথা বলা হয়েছে।