অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের আরও দরপতন
আন্তর্জাতিক মুদ্রাবাজারে অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের মান আরও কমেছে। শুক্রবার (২২ ডিসেম্বর) মার্কিন কারেন্সির দাম গত ৪ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। খবর সিএনবিসির।
এতে বলা হয়, শিগগিরই মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। সেটার ওপর নির্ভর করে সুদের হার কমানোর সিদ্ধান্ত নেবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এর আগে ডলারের দরপতন ঘটেছে। আলোচ্য কার্যদিবসে প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলার সূচক নিম্নগামী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। বর্তমানে যা ১০১ দশমিক ৬৪ পয়েন্টে অবস্থান করছে। সবমিলিয়ে চলতি সপ্তাহে সূচকটি নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৭৩ শতাংশ। এর আগে, গত সপ্তাহে যে হার ছিল ১ দশমিক ৩ শতাংশ।
এদিকে, পিপারস্টোনের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, মার্কিন মুলুকে মূল্যস্ফীতি হ্রাসের সম্ভাবনা রয়েছে। এমনটি হলে ২০২৪ সালের শুরুতে সুদের হার কমাতে পারে ফেড। ফলে ডলার দুর্বল হয়েছে।