USA

অভিবাসন প্রত্যাশীদের জন্য সীমান্ত বন্ধ করলেন বাইডেন

নির্বাচনের আগে মেক্সিকো সীমান্ত নিয়ে কঠোর অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অভিবাসন প্রত্যাশীদের ঢুকতে দেয়া হবে না যুক্তরাষ্ট্রে। বাইডেন যে অর্ডারটিতে সই করেছেন, তাতে বলা হয়েছে, মেক্সিকো সীমান্তে দৈনিক ২৫০০ হাজারের বেশি অবৈধ অনুপ্রবেশকারী গ্রেপ্তার হলে সীমান্ত অভিবাসন প্রত্যাশীদের জন্য বন্ধ করে দেয়া হবে। যেহেতু এই মুহূর্তে সংখ্যাটি এর চেয়ে বেশি, ফলে অর্ডার সই হওয়ার পরেই সীমান্ত সিল করে দেয়া হয়। অর্থাৎ, অভিবাসন প্রত্যাশীরা মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারবেন না।
অর্ডারে বলা হয়েছে, কেউ অনুপ্রবেশ করলে সঙ্গে সঙ্গে তাকে ডিপোর্ট করার অর্থাৎ, মেক্সিকোয় ফিরিয়ে দেয়ার ব্যাবস্থা করতে হবে। আমেরিকায় তাকে কোনোরকম ইমিউনিটি বা সুযোগ দেয়া হবে না। সীমান্তে গ্রেপ্তারের সংখ্যা দেড় হাজারের নিচে নামলে ফের এই অর্ডার বদল করা হবে বলে জানানো হয়েছে। তবে অভিভাবকহীন নাবালকেরা অবশ্য এই আইনের অন্তর্গত নয়। অর্থাৎ, তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। তবে পরিকল্পনা করে নিয়ম মেনে কেউ শরণার্থী হওয়ার আবেদন করতেই পারেন। কিন্তু অবৈধভাবে অনুপ্রবেশ করা যাবে না। এদিন এই অর্ডারে সই করে হোয়াইট হাউসে বাইডেন বলেছেন, ‘আমেরিকার সীমান্ত সুরক্ষিত করতে আজ যে সিদ্ধান্ত নিলাম, রিপাবলিকানরা আজ অবধি তা নিয়ে উঠতে পারেননি। আমেরিকাকে সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য।’ আমেরিকার সঙ্গে মেক্সিকোর এক হাজার ৯০০ মাইলের সীমান্ত। বাইডেনের আমলে এই সীমান্ত দিয়ে রেকর্ড সংখ্যায় অনুপ্রবেশ ঘটেছে। ডিসেম্বরে দৈনিক অনুপ্রবেশের সংখ্যা ছিল দশ হাজার। গত কয়েক মাসে সেই সংখ্যা কমলেও অনুপ্রবেশ বন্ধ হয়নি। সম্প্রতি জনমত সমীক্ষায় দেখা গেছে, নির্বাচনে এই অবৈধ অনুপ্রবেশ বাইডেনের বিপক্ষে জনমত তৈরি করছে। তারপরেই এই কঠোর সিদ্ধান্ত নেয়া হলো বলে রাজনৈতিক মহল মনে করছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button