অভিবাসীর সংখ্যায় সব রেকর্ড ভাঙল জাপান
অভিবাসী বা বিদেশির সংখ্যায় সব রেকর্ড ভাঙল সূর্যোদয়ের দেশ জাপান। দেশটিতে বিদেশি নাগরিকের সংখ্যক বেড়ে প্রায় ৩২ লাখ ছাড়িয়ে গেছে।
দেশটির অভিবাসন পরিষেবা এজেন্সি এ তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্যানুযায়ী, জুন মাসের শেষে হিসাব অনুযায়ী জাপানে প্রায় ৩২ লাখ ২৪ হাজার বিদেশি নাগরিক অবস্থান করছিলেন। চলতি বছরের প্রথমার্ধে এই সংখ্যা ১ লাখ ৪৯ হাজার বেড়েছে।
ভিসার ধরনের হিসাবে, সেসময় জাপানে প্রায় ৩ লাখ ৫৮ হাজার বিদেশি কারিগরি প্রশিক্ষণার্থী ছিলেন; যা ছয় মাস আগের সময় থেকে ৩৩ হাজার বেশি। বিশেষ দক্ষ কর্মীর মর্যাদা থাকা লোকজনের সংখ্যাও ৪২ হাজার থেকে বেড়ে প্রায় ১ লাখ ৭৩ হাজারে উন্নীত হয়েছে। জাপানে বসবাস করা বিদেশি নাগরিকের সংখ্যা ৩২ লাখ ছাড়িয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
এদিকে ১ জুলাইয়ের হিসাব অনুযায়ী জাপানে প্রায় ৭৯ হাজার বিদেশি নাগরিক তাদের ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পরেও অবস্থান করছিলেন। এটি ছয় মাস আগের তুলনায় ৮ হাজার ৬০০ বেশি।