Bangladesh

অর্থনীতির অবস্থা নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটিতে যারা আছেন

কমিটির সভাপতিত্ব করবেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো এবং নাগরিক প্ল্যাটফর্ম-এর আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিয়ে সমন্বিত শ্বেতপত্র প্রণয়নের কমিটির সদস্যরা। ছবি: টিবিএস ও সংগৃহীত

বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিয়ে সমন্বিত শ্বেতপত্র প্রণয়নের জন্য ১২ সদস্যের একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

কমিটির সভাপতিত্ব করবেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো এবং নাগরিক প্ল্যাটফর্ম-এর আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

কমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ করেছে বার্তাসংস্থা ইউএনবি। এ কমিটির অন্য ‌‌১১ সদস্য হলেন:

  • অধ্যাপক এ কে এনামুল হক, ডিন, ব্যবসা ও অর্থনীতি অনুষদ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ফেরদৌস আরা বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)
  • ইমরান মতিন, নির্বাহী পরিচালক, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি), ব্র্যাক ইউনিভার্সিটি
  • ড. কাজী ইকবাল, সিনিয়র রিসার্চ ফেলো, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)
  • ড. ম. তামিম, অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (২০০৮)
  • ড. মোহাম্মদ আবু ইউসুফ, অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
  • অধ্যাপক মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)
  • ড. সেলিম রায়হান, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নির্বাহী পরিচালক, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)
  • ড. শরমিন্দ নীলোর্মি, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • ড. তাসনিম আরেফা সিদ্দিকী, সাবেক অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠাতা চেয়ার, রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)
  • ড. জাহিদ হোসেন, সাবেক প্রধান অর্থনীতিবিদ, বিশ্বব্যাংক ও বিশিষ্ট কলামিস্ট

এর আগে ২১ আগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দেশের অর্থনীতির অবস্থা জানাতে বিভিন্ন অংশীদারদের সঙ্গে পরামর্শ ও অর্থনীতির প্রকৃত অবস্থা যাচাই-বাছাই করে একটি শ্বেতপত্র প্রকাশ করবে সরকার।

তখনই জানানো হয়েছিল, শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য।

এরপর কমিটি নিয়ে আলোচনা করতে ২৫ আগস্ট অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন দেবপ্রিয় ভট্টাচার্য। একই সঙ্গে পরিকল্পনা উপদেষ্টার সঙ্গেও আলোচনা করেন তিনি।

সর্বশেষ গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) ১০ সদস্যের একটি প্যানেল গঠনের অনুমোদন দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button