Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Science & Tech

অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: ভাঙা হাড় জোড়া লাগবে মাত্র ৩ মিনিটে

ভাঙা হাড় জোড়া লাগাতে দীর্ঘ মেয়াদে চিকিৎসার প্রয়োজন হয়। তবে এবার বড় সুখবর দিল চীনের একদল গবেষক। তারা এমন এক অভিনব চিকিৎসা আঠা তৈরি করেছেন, যা মাত্র তিন মিনিটেই ভাঙা বা টুকরো টুকরো হাড় জোড়া লাগাতে সক্ষম।

চিকিৎসা বিজ্ঞানে কার্যকর হাড়ের আঠা খুঁজে বের করা দীর্ঘদিন ধরেই একপ্রকার ‘সোনার হরিণ’ হিসেবে বিবেচিত হচ্ছিল। অবশেষে সেই চ্যালেঞ্জের সমাধান এনে দিলেন চীনা বিজ্ঞানীরা।

গবেষকদের দাবি, ঝিনুকের প্রাকৃতিক এক কৌশল কাজে লাগিয়ে তৈরি ‘বোন ০২’ নামের বিশেষ ধরনের এই আঠা। 

নতুন এই আবিষ্কার অর্থোপেডিক চিকিৎসায় এক নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গবেষক দলের প্রধান সার রান রান শ হাসপাতালের অর্থোপেডিক সার্জন লিন শিয়ানফেং বলেন, পানির নিচে কীভাবে ঝিনুক কোনো কাঠামোর সঙ্গে শক্তভাবে লেগে থাকে, তা পর্যবেক্ষণ করে আমরা এই আঠার ধারণা পাই। এই আঠা রক্তের উপস্থিতিতেও নিখুঁতভাবে কাজ করতে পারে।

গবেষকেরা দাবি করছেন, হাড়ের জন্য তৈরি বিশেষ আঠাটি ঐতিহ্যবাহী ধাতব ইমপ্লান্ট যেমন প্লেট ও স্ক্রুকে প্রতিস্থাপন করতে পারে। আঠার সবচেয়ে বড় সুবিধা হলো, হাড় জোড়া লাগার পর এটি প্রাকৃতিকভাবেই শরীরের সঙ্গে মিশে যায়। স্ক্রু বা অন্যান্য ইমপ্লান্ট সরালে অনেক সময় দ্বিতীয়বার অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। এ ক্ষেত্রে তার প্রয়োজন হবে না। এই আঠা সংক্রমণের ঝুঁকিও কমাবে।

এখন পর্যন্ত বোন ০২ আঠা ১৫০ জনের বেশি রোগীর ওপর সফলভাবে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, আঠা দিয়ে জোড়া লাগানো হাড় ৪০০ পাউন্ডের বেশি চাপ সহ্য করতে পারে। ফলে ভাঙা হাড় জোড়া লাগানোর ক্ষেত্রে বেশ কার্যকর বলা যায় এই আঠা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button