International

অস্ট্রেলিয়ায় উষ্ণতম শীতের রেকর্ড

অস্ট্রেলিয়ায় শুক্রবার সবচেয়ে উষ্ণতম শীত রেকর্ড করা হয়েছে

অস্ট্রেলিয়া শুক্রবার তার সবচেয়ে উষ্ণতম শীত রেকর্ড করেছে। দেশটির আবহাওয়া ব্যুরোর তথ্য অনুসারে, ১৯১০ সালে তাপমাত্রার জাতীয় রেকর্ড শুরু হওয়ার পর এই শীতে সর্বোচ্চ গড় তাপমাত্রা ছিল দীর্ঘমেয়াদী গড় থেকে ১.৫৩ সেলসিয়াস বেশি।

এমইটি অফিসের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতি অনুসারে, পশ্চিম অস্ট্রেলিয়া ও দক্ষিণ-পূর্বের কিছু অংশের ওপর দৃষ্টি নিবদ্ধ করে আবহাওয়া ব্যুরোর জলবায়ু পরিষেবা ব্যবস্থাপক কার্ল ব্রাগানজা অনুমান করছেন, এই বসন্তে দেশটির অধিকাংশ অঞ্চলে গরমের দিন থাকবে। 

ব্রাগানজা বলেন, ‘পূর্বাভাস অনুসারে, এই বসন্তে অধিকাংশ এলাকায় গড় থেকে কম বৃষ্টিপাতের উচ্চ সম্ভাবনা রয়েছে এবং অনেক এলাকায় শুষ্ক বসন্তের সম্ভাবনা বেড়েছে।

অস্ট্রেলিয়া বসন্তের সময় বিপজ্জনক ও ধ্বংসাত্মক দাবানলের হুমকির সম্মুখীন হতে পারে বলে বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে।

এ ছাড়াও নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড ও দক্ষিণ অস্ট্রেলিয়ার লোকেদের অবশ্যই দাবানল মোকাবেলায় পরিকল্পনা প্রস্তুত ও পর্যালোচনা করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যেহেতু অগ্নিনির্বাপক সংস্থাগুলো এই বসন্তে দাবানলের উচ্চতর ঝুঁকি চিহ্নিত করেছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button