‘অস্বাস্থ্যকর’ মানের বায়ু নিয়ে ঢাকা আজ দূষণের শীর্ষে
বায়ুদূষণে আজ মঙ্গলবার সকাল ৯টা ১০মিনিটে ঢাকার স্থান শীর্ষে। বাতাসের মান সূচকে (এয়ার
কোয়ালিটি ইনডেক্স—একিউআই) আজ এ সময় ঢাকার স্কোর ১৫৬। বাতাসের এ মান ‘অস্বাস্থ্যকর’
হিসেবে গণ্য করা হয়।
পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি ও পাকিস্তানের করাচি বায়ুমানের সূচকে (একিউআই) স্কোর
যথাক্রমে ১৫২, ১৫২ ও ১২১।
বায়ুমান সূচকের স্কোর ১৫০ থেকে ২০০-এর মধ্যে হলে সেটি ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর
মধ্যে হলে সেটি ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। আর বায়ুমানের এই সূচকের স্কোর ৩০১+
অতিক্রম করলে তা ‘বিপজ্জনক’ বলে বিবেচিত হয়, যেটি বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি
করে।
একিউআই হলো দৈনিক বায়ুর গুণমান নির্ধারণের সূচক।
একিউআই পাঁচটি মানদণ্ডের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। সেগুলো হলো দূষণকারী পার্টিকুলেট
ম্যাটার (পিএম১০ এবং পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণের সমস্যায় জর্জরিত। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে
অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে উন্নত হয়।
চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে ঢাকাবাসী।
জানুয়ারিতে মোট ৯ দিন এই মহানগরের বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে
সর্বোচ্চ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণে বিশ্বব্যাপী প্রতিবছর আনুমানিক ৭০ লাখ
মানুষের মৃত্যু হয়। স্ট্রোক, হৃদ্রোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার
ও তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ফলে মৃত্যুহার বৃদ্ধি পাচ্ছে।