Science & Tech
অ্যান্টার্কটিকা থেকে আনা উল্কা পরীক্ষা করবেন চীনা গবেষকরা
৪০তম অ্যান্টার্কটিক অভিযানের সময় ড্রোন দিয়ে সংগ্রহ করা উল্কাপিণ্ডের নমুনা সংগ্রহ করেছিলেন চীনা বিজ্ঞানীরা। এবার আরও গবেষণার জন্য ওই উল্কা চীনে নিয়ে এসেছেন তারা।
অ্যান্টার্কটিকায় প্রচুর উল্কাপিণ্ড রয়েছে এবং চীনা গবেষণা দলটি আগের গবেষণায় ১২ হাজার ৬৬৫টি উল্কাপিণ্ড সংগ্রহ করেছিল।
বেশিরভাগই সংগ্রহ করা হয়েছিল চোংশান স্টেশন থেকে প্রায় সাড়ে চারশ কিলোমিটার দূরের গ্রোভ পর্বতমালা থেকে।
গবেষকদের মতে, সাম্প্রতিক অভিযানের সময় উল্কাপিণ্ডের সন্ধানে ড্রোনের ব্যবহারের ফলে এ ধরনের গবেষণায় দুর্ঘটনার ঝুঁকি যেমন কমেছে, তেমনি গ্রোভ পর্বতমালার অঞ্চলে বড় এলাকায় জরিপও করা গেছে।